এদিকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ খবর ছড়িয়ে পড়েছে এনিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে
শিলচর : বিদ্যুৎ বিল পরিশোধ না করার ভাবে শিলচর কলেজিয়েট স্কুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ অনির্দিষ্টকালের জন্য। ঐতিহ্যবাহী শিলচর কলেজের স্কুল সোমবার এক নির্দেষ যুগে এই ঘোষণা করেছে স্কুল প্রধান শিক্ষিকা সাস্বতী রায়, তিনি জানা চার মাস বকেয়া বেতন না দেওয়া করার কারণে বিদ্যুৎ সংযোগ কর্তন করে দিয়েছে এপিডিসিল ।
উল্লেখ্য পরিচালন সমিতির বিবাদ নিয়ে গুয়াহাটি হাইকোর্টে একটি মামলা চলার কারণে স্কুলের একাউন্ট ছিজ করা রয়েছে যার ভাবে আর্থিক লেনদেন করতে পারছে না স্কুল কর্তৃপক্ষ এদিকে স্কুলের একাউন্ট ছিজ করার কারণে চার মাস থেকে বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে বিদ্যুৎ সংযোগ কর্তন করে দিয়েছে APDCL । এদিকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ খবর ছড়িয়ে পড়েছে এনিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই স্কুলের অনেক সুনাম রয়েছে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান দখল করে । আর সেই স্কুলের সমস্যা দুদিন পর পর শুরু হয়।