নীতিশ ভট্টাচার্য এই বিষয়ে কঠোর সমালোচনা করেন ভূপেন বরার, পাশাপাশি তিনি ধিক্কার জানান এই কান্ডজ্ঞানহীন বক্তব্যের জন্য
শিলচর : অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সনাতন সংস্কৃতি তথা আবেগ অনুভূতির উপর আঘাত করে গোলাঘাটে তিনটি খুনের এবং লাভজেহাদের সঙ্গে হিন্দুদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ-রুক্মিণীর, ঊষা-অনিরুদ্ধ এবং গান্ধারী-ধৃতরাষ্ট্রের প্রেম প্রসঙ্গ টেনে আনেন। হিন্দু যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নীতিশ ভট্টাচার্য এই বিষয়ে কঠোর সমালোচনা করেন ভূপেন বরার, পাশাপাশি তিনি ধিক্কার জানান এই কান্ডজ্ঞানহীন বক্তব্যের জন্য।
নীতিশ ভট্টাচার্য মনে করেন, জন্মগতভাবে একজন হিন্দু ভূপেন বরা। ফলে একজন হিন্দু হিসেবে তাঁর সনাতন ধর্ম, সংস্কৃতি এবং নিজের ধর্মের ইতিহাস সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক ছিল বলে হিন্দু যুব ছাত্র পরিষদ মনে করে। যদি তাঁর জ্ঞানের অভাব থাকে এই বিষয়ে, তবে নিজের জ্ঞান বাড়ানোর জন্য বেদ-উপনিষদ, গীতা-ভাগবত,রামায়ন, মহাভারত ইত্যাদি পড়া উচিৎ। অধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য এই মহাকাব্য গুলো প্রয়োজনে হিন্দু যুব ছাত্র পরিষদ তাঁর কাছে পাঠাবে।
ভূপেন বরাকে হিন্দুদের দেবতাদের প্রসঙ্গ টেনে এনে রাজনীতি না করার পরামর্শ দিচ্ছে হিন্দু যুব ছাত্র পরিষদ। পাশাপাশি একজন দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিকে একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের প্রদেশ সভাপতি কেমন করে করা হল? এমন প্রশ্নও রাখা হয়েছে। এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছেন নীতিশ ভট্টাচার্য।