আগস্টে শেষ হচ্ছে রাজ্যসভার সংসদ পদ তৃণমূলেই থাকবেন সুস্মিতা

2 - মিনিট |

২০০৯ সালে শিলচর পুরসভার পুরনেত্রী থাকার সময় যে সংকটে পড়েছিলেন তার চাইতে অনেক অনেক বেশি সংকট এবার

চয়ন ভট্টাচার্য

শিলচর: এই আগস্টে শেষ হয়ে যাচ্ছে রাজ্যসভার সাংসদ পদ। তারপর নামের সঙ্গে যুক্ত হবে আরেকটি প্রাক্তন। এরপর কি করবেন বর্তমান রাজ্যসভা সংসদ সুস্মিতা দেব। তৃণমূলে থাকবেন, না কংগ্রেসে ফিরবেন। না বিজেপিতে যাবেন। আপাতত কোন সিদ্ধান্ত নেননি।

তবে তৃণমূলেই থাকবেন। জানালেন সুস্মিতা। রাজনৈতিক ক্যারিয়ারে এখন সবচাইতে সংকটের জায়গায় আছেন তিনি। ২০০৯ সালে শিলচর পুরসভার পুরনেত্রী থাকার সময় যে সংকটে পড়েছিলেন তার চাইতে অনেক অনেক বেশি সংকট এবার। সদ্য মনিপুর সফর শেষ করে এসেছেন।

সংসদীয় দলের সদস্য হিসাবে তিনি গিয়েছিলেন মনিপুরে। বললেন, তৃণমূলেই থাকবেন। কিন্তু এখন আর কি লাভ তৃণমূলে থেকে? এই প্রশ্নের উত্তরে তার ছোট্ট জবাব” রাজনীতিতে কি সব সময় লাভ থাকে। অনেক সময় ক্ষতিও সহ্য করতে হয়”। কেন কংগ্রেসেতো যেতে পারেন। কংগ্রেস স্বেচ্ছায় ছাড়েননি একথা বুঝিয়ে দিয়ে তিনি বললেন , ২০২১ সালের বিধানসভার টিকিট বন্টনের সময় তাকে চূড়ান্তভাবে অবজ্ঞা করা হয়েছিল।

এরপর দল না ছেড়ে কি তার কাছে অন্য কোন উপায় ছিল? আত্মসম্মানবোধ বলেও তো একটা বস্তু আছে! তাই বাধ্য হয়েই এই রাস্তা দেখতে হল। তাহলে এখন কি করবেন। লোকসভায কি লড়বেন? লোকসভার দাঁড়ানোর জায়গা কোথায় বলুন? শিলচর তো এস সি হয়ে যাবে। আপাতত ২০২৪ সালটা চুপচাপ বসে কাটাতে হবে।

বললেন রাজ্যসভা তো আমার টার্গেট ছিল না। আমি তো লোকসভার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ভাগ্য আমাকে টেনে নিয়ে গিয়েছিল রাজ্যসভায়।তাই কপালে কি আছে বোঝা মুশকিল। দেখা যাক কি হয়। কিন্তু বিজেপিতে যাবেন না এটা সাফ জানিয়ে দিলেন।

কংগ্রেসে ফেরার কি সম্ভাবনা আছে বা ফিরতে হবে, এনিয়ে কারো সঙ্গে কথা হয়েছে। বললেন, না কারো সঙ্গে কথা হয়নি। আপাতত তিনি তৃণমূলেই থাকবেন। তবে সংসদীয় রাজনীতিতে না থাকলে ২৪ সালে তিনি খুব একটা রাজনৈতিক তৎপরতায় থাকবেন না। বললেন যদি শিলচর ওপেন থাকতো তাহলে লড়াই করতাম। অনেকে বলছেন করিমগঞ্জে চলে যাও। কিন্তু করিমগঞ্জের যাওয়ার মোটেই ইচ্ছে নেই। অতঃপর ২৪ সালটা গ্যালারিতে বসে খেলা দেখতে হবে।

আপাতত এই অবস্থানেই আছেন সুস্মিতা দেব। কংগ্রেস মহলের চুলচেরা বিশ্লেষণ চলছে তার ক্যারিয়ার নিয়ে।বিজেপি মহালেও চলছে। তার ভবিষ্যৎ পরিণতি কি হবে এ নিয়ে অনেক বিশেষজ্ঞ মন্তব্য শোনা যাচ্ছে ।অনেকে খুশি আবার অনেকে অখুশিও। তবে যে যাই ভাবুক আপাতত চুপচাপ থাকার অবস্থানটাই বেছে নিয়েছেন বর্তমান তৃণমূল সাংসদ।কিন্তু সুস্মিতা দেবের মত একজন ব্যক্তি দীর্ঘদিন এভাবে চুপচাপ বসে থাকবেন এমনটা ভাবছেন না তার ঘনিষ্ঠরাও। আবার কি কোন চমক দেখাবেন না চুপচাপ থাকবেন? এর উত্তর ভবিষ্যতের গর্ভে নিহিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *