এর মধ্যে অরুণাচল্ নিউ করিমগঞ্জ নিউ হাফলঙ্ ধর্ম নগর কুমার ঘাট হোজাই লংকা ও ডিফু রয়েছে
ডিফু – আগামী ৬ আগষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যে ৫০৮ টি রেল ষ্টেশন কে অমৃত ভারত ষ্টেশনে উন্নীত করার উদ্দেশ্যে যে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এর মধ্যে ডিফু ষ্টেশনও রয়েছে এবং এ উপলক্ষে ওইদিন সকাল ৯,টার সময় ডিফু ষ্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লামডিঙের ডিভিশনেল রেলওয়ে ম্যানেজার (ডিআর এম) প্রেম রঞ্জন কুমার জানান যে আসামে ৩২টি রেল ষ্টেশন এই কার্যসূচির আওতায় আসছে এবং এজন্য ৯২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।। এই ৩২ টি ষ্টেশনের মধ্যে লামডিঙ ডিভিশনের অধীনে থাকবে ১৫ টি ষ্টেশন। তিনি বলেন যে এই ১৫ টি ষ্টেশনের মধ্যে ডিফু ছাড়াও রয়েছে ধর্মনগর ্নিউ করিমগঞ্জ নিউ হাফলঙ্ উদয়পুর কুমার ঘাট হোজাই লংকা ডিমাপুর ওঅরুনাচল জংশন ইত্যাদি ।