লংকা থেকে হাফলঙের পার্শ্ববর্তী শনটিলা ছুঁয়ে আসবে এই রেল পথ। জরীপের কাজ আগামী মার্চ মাসে সম্পূর্ণ হবে
শিলচর : লংকা থেকে চন্দ্রনাথ পুর হয়ে ২০৮ কিলো মিটার দৈর্ঘ্যের বিকল্প রেলপথ নির্মাণের জন্য জরীপৈর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। রেল সূত্র থেকে এখবর জানিয়ে বলা হয়েছে যে জরীপৈর কাজ ২০২৪ এর মার্চ মাস পর্যন্ত সম্পূর্ণ হয়ে যাবে। এই বিকল্প পথ হাফলঙের পাশ্ববর্তী শনটিলা হয়ে আসবে । বিকল্প রেলপথ টি লংকা থেকে খেরেলাজান, জাটিঙা, নিউ বান্দরখাল চন্দ্র নাথ পুর বাংলা টিলা ও কুকি পুঞ্জি হয়ে অরুনাচল আসতে পারে।
প্রস্তাবিত এই বিকল্প রেলপথ নির্মাণের কাজ শেষ হলে চন্দ্রনাথপুরের গুরুত্ব বেড়ে যাবে এবং এটি একটি জংশন হবে। এর পরিপ্রেক্ষিতে সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে র জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের কাছে ইমেইল পাঠিয়ে চন্দ্র নাথ পুর কে পরবর্তী পর্যায়ে অমৃত ষ্টেশন কার্যসূচিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন। হারাণ বাবু ওই ইমেইলে জিরিবাম ও হাইলাকান্দি কেও অমৃত ষ্টেশন কার্যসূচিতে সন্নিবিষ্ট করার দাবি জানান।