চন্দ্র নাথ পুর থেকে অরুনাচলের পরিবর্তে ময়নার বন্দ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের দাবি

< 1 - মিনিট |

ময়নার বন্দ পর্যন্ত জরীপের সিদ্ধান্তে বরিষ্ঠ সাংবাদিক হারাণ দের প্রতিক্রিয়া প্রকাশ

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : ময়নারবনদ- চন্দ্র নাথ পুর পথে নতুন রেল লাইনের জরীপের পরিবর্তে চন্দ্র নাথ পুর -অরুনাচল অংশে জরীপের রেলওয়ে সিদ্ধান্তের বিরোধিতা করেছে সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।

পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার সুনীল কুমার ঝার কাছে প্রেরিত এক ইমেইলে বলেছেন যে পরিষদ বেশ কয়েক বছর ধরেই চন্দ্র নাথ পুর থেকে ময়নার বন্দ পর্যন্ত লাইন সম্প্রসারণ করার দাবি জানিয়ে আসছিল। এই মর্মে মনিপুরের রাজ্যপাল নাজমা হেপতূললাও রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।

হারাণ বাবু জেনারেল ম্যানেজারের কাছে দেওয়া এই পত্রে জরিপের কাজ অরুনাচল পর্যন্ত না করে ময়না বন্দ পর্যন্ত করার দাবি জানিয়েছেন। কারণ হিসেবে হারাণ বাবু বলেছেন যে ময়নার বন্দে প্রচুর জায়গা রয়েছে । আর শিলচর থেকে ৪ কিলো মিটার দূরত্বের এই জায়গা দিয়ে মনিপুর থেকে আসা ট্রেন গুলো ইঞ্জিন না ঘুরিয়েই সোজাসুজি চন্দ্র নাথ পুর হয়ে অন্যান্য গন্তব্য স্থলে যেতে পারবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *