দ্বিতীয় দিনে সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
শিলচর – আজাদী কী অমৃত মহোৎসব এবং গত নয় বছরের সুশাসন কার্য সূচী পালনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের ফিলড পাবলিসিটি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শিলচর এন আই টি তে তিন দিনের একটি প্রদর্শনী র শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে সংবাদ সংস্থা পিএনসি র চেয়ারম্যান হারাণ দে মূখ্য অতিথির হিসেবে বক্তব্য রাখেন। তিনি দেশ স্বাধীন হবার পর এবং গত নয় বছরের সুশাসনে বরাক উপত্যকায় যে উন্নয়ন সাধিত হয়েছে এর একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
এছাড়া এতে বক্তা হিসেবে কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা অনিতা দেব ও লায়ন্স ক্লাব শিলচরের সভানেত্রী অঞ্জনা দেব উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণ দেন শিলচরের ফিল্ড পাবলিসিটি অফিসার ডাবলিউ পান্থৈবি সিংহ। অনুষ্ঠান টি পরিচালনা করেন সর্বানী গোস্বামী।
বক্তৃতার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরো আয়োজন করা হয় এতে সঞ্চিতা আচার্যের পরিচালনায় পুষ্পাঞ্জলি সংস্থা ও নির্বান শাখার শিল্পীগন অংশ নেয়। এর আগে স্কুলের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ব্যানার নিয়ে একটি শোভাযাত্রা বের করে। শনিবার পুরস্কার বিতরণী ইত্যাদি অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের এই কার্যসূচির সমাপ্তি ঘটবে।