কে আর সি ইভিনিং ই পেপার

5 - মিনিট |

VOL. 1 ISSUE 105 | MONDAY, 21 AUGUST 2023 সোমবার ২১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

হেডলাইন

১।পাঁচ কোটি টাকার মাদক উদ্ধার করল কাছাড় পুলিশ

২। টুল গেটে ডাকাত গ্রেফতার করিমগঞ্জে

৩। সুপ্রিম কোর্টে ভুয়া হলফনামা! সাজুর শিক্ষাগত যোগ্যতা মামলায় নয়া মোড়

পাঁচ কোটি টাকার মাদক উদ্ধার করল কাছাড় পুলিশ

শিলচর : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ, প্রায় পাঁচ কোটি টাকার ড্রাগস কাছাড় পুলিশ। বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সহ তিন যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ । অব্যাহত রয়েছে কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান । প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাদকদ্রব্য উদ্ধারের খবর উঠে আসছে । পাকড়াও করা হচ্ছে মাদক পাচার বাণিজ্যের সহিত জড়িতদের।

পুরা হচ্ছে হাজতে, এসবের মধ্যেও মাদক চোরাচালান চালিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবার আবারও পুলিশী অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণের মাদকদ্রব্য, পাচারের সহিত জড়িত তিন যুবক সহ পাচারকার্যে ব্যবহৃত একটি বাহন আটক আটক করতে সক্ষম হয়েছে পুলিশ । গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনুজ বরুয়ার নেতৃত্বে, পুলিশের একটি দল দক্ষিণ ধলাইয়ের জামালপুর গ্রাম পঞ্চায়েতের খুলিছড়া গ্রামের ঈদগা রোডে হানা দেয়।

সেখানে সাদা রঙ্গের নাম্বারবিহীন একটি উল্টো গাড়ি থেকে পুলিশ ৬০টি সাবানের কৌটা উদ্ধার করে। প্রতিটি কৌটায় সন্দেহজনক হেরোইন ভর্তি রয়েছে। ঘটনার কবরে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার নোমাল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। পুলিশ সুপারের উপস্থিতিতে কৌটা গুলো থেকে উদ্ধার হয় মোট ৭৮০ গ্রাম সন্দেহজনক হেরুইন।

সঙ্গে সঙ্গে পুলিশ মাদক পাচারের সহিত জড়িত তিন যুবককে পাকড়াও করে। ধৃতরা হল, করিমগঞ্জ জেলার বদরপুর থানা এলাকার ভাংগার বাসিন্দা আব্দুল রশিদ তালুকদারের পুত্র বছর ৩৯ এর এনাম উদ্দিন তালুকদার, কাছাড় জেলার ধলাই থানা এলাকার শেওরারথল গ্রাম পঞ্চায়েতের কর্কট বস্তির বাসিন্দা শরিফ উদ্দিন শেখের পুত্র ২২ বছরের বচ্চন আলী শেখ। একই থানা এলাকার জামালপুর গ্রাম পঞ্চায়েতের খোলিছড়ার বাসিন্দ আলী আহমদ মজুমদারের পুত্র ফয়েজ আহমদ মজুমদার বয়স ২১ বছর।

এদিকে রবিবার সন্ধ্যার পর পৃথক আরেকটি অভিযানে সোনাই থানা এলাকার সোনাই বাবুগঞ্জ সড়কের নগদিরগ্রাম থেকে দশটি সাবানের কৌটায় ১২০ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ আরও দুইজনকে পাকড়াও করে পুলিশ। ধৃতরা হল সোনাই থানা এলাকার নগদিরগ্রাম তৃতীয় খন্ডের বাসিন্দা বাবুল হোসেন মজুমদারের পুত্র বছর ২৪ এর মেহবুব আলম মজুমদার ও ধলাই থানা এলাকার লায়লাপুরের বাসিন্দা আকবর আলি লস্করের পুত্র আবুল হোসেন লস্কর বয়স ২০ বছর। ধৃতদের বিরুদ্ধে অবৈধ মাদক পাচার আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

VOL. 1 ISSUE 105 | MONDAY, 21 AUGUST 2023 সোমবার ২১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

টুল গেটে ডাকাত গ্রেফতার করিমগঞ্জে

করিমগঞ্জ : গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে করিমগঞ্জের টোলগেট নাকা চেকিং বসিয়ে সফলতা পেয়েছে করিমগঞ্জ সদর থানার পুলিশ। সোমবার সকাল দিকে করিমগঞ্জ টোলগেট থেকে ধরা পড়ল ডাকাতের দল করিমগঞ্জ পুলিশের জালে। এতে উদ্ধার হয় ১৮টি মোবাইল ফোন ও নগদ দশ হাজার টাকা।

করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে চুরি ডাকাতির ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে আটক হওয়া ডাকাত দলের সদস্যরা। ধৃতরা জেলার দুঃসাহসিক চুরির ঘটনায়ও জড়িত রয়েছে বলে জানা যায় । ধৃতদের একাধিকের বিরুদ্ধে বিচারাধীন মামলা ও রয়েছে বলে জানা যায়। তারা হলেন জাভেদ আলি, ইসলাম উদ্দিন, ফারুক উদ্দিন, আহাদ উদ্দিন ও হাকিম উদ্দিন।

তাদের বাড়ি করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও রামকৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ধৃতদেরকে করিমগঞ্জ সদর থানায় নিয়ে যায় পুলিশ এবং টানা জিঞ্জাসাবাদ চালিয়ে যাচ্ছে সদর থানার পুলিশ । এমর্মে ডাকাত দলকে আটক করার খবরটি নিশ্চিত করেছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রথাপ দাস।

VOL. 1 ISSUE 105 | MONDAY, 21 AUGUST 2023 সোমবার ২১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

ইমাদ উদ্দিন বুলবুলের বরাকের ইতিহাস ও ঐতিহ্যের সন্ধ্যান পুস্তকের উন্মোচন

শিলচর : বিশিষ্ট কবি -সাহিত্যিক ইমাদ উদ্দিন বুলবুলের বরাকের ইতিহাস ও ঐতিহ্যের সন্ধ্যান নামের উপন্যাসটি ২য় খন্ডের উন্মোচন হলো ।এই অঞ্চলের বিশিষ্ট্যলেখক-কবি-সাহিত্যিক-সাংবাদিক-লেখকদের হাত দিয়ে।এই উপন্যাসের ছাপানো হয়েছে বরাকের নতুন দিগন্ত প্রকাশনী থেকে।

সেদিন উপস্থিত সবাই কবি-সাহিত্যিক-লেখক ইমাদ উদ্দিন বুলবুল মহাশয়ের তথ্যভিত্তিক উপন্যাস এই অঞ্চলের পুস্তক প্রেমিকদের উপহার দেওয়ার জন্য ভূয়াসী প্রসংশা জানান,সেই সঙ্গে বরাকের নতুন দিগন্ত প্রকাশনী স্বর্তাধিকারী তথা এই অঞ্চলের বিশিষ্ট্য কবি-সাহিত্যিক-লেখিকা মিতা দাশ পুরকায়স্থ মহাশয়াকে আন্তরিক ধন্যবাদ জানান।

সেদিন উপস্থিত ছিলেন বরাকভঙ্গের সভাপতি সঞ্জীব দেব লস্কর ,কবি -সাহিত্যিক নীহার রঞ্জন পাল, দিলীপ দে,আবিদ রাজা মজুমদার,দৈনিক যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণ নাথ, বরাক বঙ্গের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা লেখক গৌতম প্রসাদ দত্ত , লেখক শৈলেন দাস, শিহাব উদ্দিন লস্কর, মইবুল বারী,আইনজীবী রজত ঘোষ , সমাজসেবী সাধন পুরকায়স্থ সহ আরো অন্যান্যরা, এই উন্মোচনী অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সাংবাদিক মিলন উদ্দিন লস্কর।

VOL. 1 ISSUE 105 | MONDAY, 21 AUGUST 2023 সোমবার ২১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

সুপ্রিম কোর্টে ভুয়া হলফনামা! সাজুর শিক্ষাগত যোগ্যতা মামলায় নয়া মোড়

শুভ্র কান্তি ভট্টাচার্য

শিলচর : বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার শিক্ষাগত যোগ্যতা মামলা এবার নতুন মোড় নিল। স্বাক্ষর জাল করে গত ১৪ আগস্ট সুপ্রিম কোর্টে তার নামে মিথ্যা হলফনামা দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন এই মামলায় অন্যতম পার্টি সায়াল আহমেদ বড়ভুইয়া। সায়াল আহমেদ ব্যক্তিটি মূলত বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার লোক। এই মামলার তিনি ১৩ রেসপোডেন্ট । কিন্তু সেই ব্যক্তিটিই অভিযোগ করছেন, তার নামে মিথ্যা এফিডেভিট জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট। যে এফিডেভিডে আমিনুল হক লস্করের বিরুদ্ধে ভয়ংকর সব অভিযোগ আনা হয়েছিল। এই এফিডেভিট পাওয়ার পর সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি ২২ আগস্ট ধার্য করেছে ।

আশ্চর্যের বিষয় হলো এখন এই সায়াল আহমেদ আদালতকে জানিয়েছেন তার স্বাক্ষর জাল করা হয়েছে। তিনি এ ধরনের কোন এফিডেভিট সুপ্রিম কোর্টে জমা দেননি। এসম্পর্কে তিনি আরেকটি হলফনামা জমা দিয়েছেন। এবং তার নামে যে হলফনামা গত ১৪ আগস্ট সুপ্রিম কোর্টের জমা দেওয়া হয়েছে সেটিকে তিনি এখন জাল বলে আখ্যায়িত করছেন। এবং ওই হলফনামায় তার যে স্বাক্ষর রয়েছে সেটা তার নয় ।এটাকেও জাল করা হয়েছে।এটাই তিনি বলতে চাইছেন।

এটা তো সাংঘাতিক অভিযোগ। সুপ্রিম কোর্টে কেউ মিথ্যা হলফনামা জমা দিতে পারে সেটা খুব কমই শোনা যায়। এবং সায়াল আহমেদ যেখানে নিজে বলছেন যে তার স্বাক্ষর জাল করা হয়েছে তখন সেটা একটা জঘন্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এসম্পর্কে আমিনুল হক লস্করও সোনাই থানায় একটি এফআইআর জমা দিয়েছেন। সেখানেও তিনি উল্লেখ করেছেন কিভাবে জালিয়াতি করে সুপ্রিম কোর্টে এফিডেভিট দেওয়া হয়েছে ।

এই ঘটনায় এখন বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত মামলা এবার নতুন একটি বাক নিল। যদি সায়াল আহমেদের অভিযোগ সত্য হয় তাহলে কয়েকটি প্রশ্ন সামনে আসছে। তার হয়ে এভাবে জাল হলফনামা আদালতে কে দাখিল করল? সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত।এখানে এভাবে কেউ জাল তথ্য হাজির করে তাহলে সেটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়।

আদালতকে এই তথ্য কেন দেওয়া হল? এর একটাই কারণ থাকতে পারে ,সেটা হল এই এফিডেভিট দেওয়ার ফলে সুপ্রিম কোর্ট ১৪ তারিখ কোন শুনানি প্রক্রিয়া না করে সেটা পিছিয়ে ২২ আগস্ট করেছে। এই যে সায়াল আহমেদ তিনি কিন্তু আগে করিম উদ্দিনের পক্ষেই হাইকোর্টে এফিডেভিট জমা দিয়েছিলেন।

কিন্তু সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দেওয়া হয়েছে সেটা তিনি দেননি বলে তিনি জানিয়েছেন। এটা অবশ্যই একটা চমকে দেওয়ার মত ঘটনা। আর এক্ষেত্র বিধায়ক করিম উদ্দিনের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন উঠছে।তিনি কি জানতেন না এই বিষয়ে? বা জেনেও নীরব ছিলেন? এই বিষয়ে কিছু প্রশ্ন কিন্তু থেকেই গেল।

VOL. 1 ISSUE 105 | MONDAY, 21 AUGUST 2023 সোমবার ২১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *