চোখের রোগের ওপর চিকিৎসা শিবির

< 1 - মিনিট |

এটি এস এম দেব সিভিল হাসপাতালের সহযোগিতায় আয়োজন করে কমনার্স

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর -বর্তমানে চোখের রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে এস এম দেব সিভিল হাসপাতালের সহযোগিতায় সমাজ সেবী প্রতিষ্ঠান কমোনারস রবিবার শিলচরে আবাসিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে থাকা শিশু শ্রমিক ও স্কুল ছুটদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করে। এতে হাসপাতালটির ডা রোহন বিশ্বাস সহ কয়েকজন চিকিৎসক অংশ নেন এবং চোখের রোগের বিরুদ্ধে আগাম ব্যাবস্থা নিতে আবাসিক দের বিভিন্ন পরামর্শ দেন।

এতে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের চক্ষু বিভাগের ডাক্তার লক্ষী এস এবং কমোনারসের সভাপতি জাবেদ আহমদ তাপাদার বক্তব্য রাখেন। এই চিকিৎসক দলে ডা সুমিত ওয়ারসিয়া ও ডা পারমজিৎ কলিতা সহ কমনার্সের পক্ষে অভ্রজীৎ দে শায়ঙখ পাল ও দিবাকর দাস অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *