এই দাবির প্রতি সমর্থন শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের
হাইলাকান্দি : বরাকে এইমস স্থাপনের জন্য হাইলাকান্দিতে এক সভায় যে দাবি উঠেছে তা খুবই যথার্থ । প্রায় বছর তিনেক আগে সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে শিলচর মেডিকেল কলেজের উন্নয়নের ব্যাবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন ।
এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কলেজটিকে এইমসের ধাঁচে উন্নয়ন করতে এবং কলেজটিতে পোস্ট গ্র্যাজুয়েটের আসন সংখ্যা চল্লিশ টিতে বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রস্তাব পাঠাতে চিঠি লেখে। এই চিঠিতে বলা হয় যে এই কাজের জন্য কেন্দ্র ৯০:১০ রেশিওতে অর্থ বরাদ্দ করবে। এই প্রস্তাবের প্রতি সাড়া দিয়ে শিলচর মেডিকেল কর্তৃপক্ষ ডিপিআরও প্রস্তুত করে। কিন্তু পরিষদের সভাপতি হারাণ বাবুর দ্বারা চাপ সৃষ্টি করা সত্ত্বেও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের এই চিঠিকে গুরুত্ব দেয় নি এবং কোন প্রস্তাবও পেশ করেনি।