বরাক উপত্যকায় উপজেলা হচ্ছে মোট ১০টি
শিলচর : রাজ্যে বর্তমানে থাকা ২৪ টি মহকুমাকে বিলুপ্ত করে ৮১ টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাজ্য কেবিনেটের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মূখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদেরকে জানান। তিনি বলেন যে বরাক উপত্যকায় ১০ টি উপজেলা গঠন করা হবে। এগুলো হচ্ছে কাছাড় জেলায় লক্ষী পুর ,কাঠিগড়া,সোনাই ,বরখলা, ধলাই ও উদারবন্ধ।
করিমগঞ্জ জেলায় রামকৃষ্ণনগর, দক্ষিণ করিমগঞ্জ ও পাথার কান্দি এবং হাইলাকান্দি জেলায় কাটলিছড়া-আলগাপুর। মূখ্য মন্ত্রী আরও বলেন বরাক উপত্যকায় তিনটি সদর উপজেলা থাকবে । এগুলো হলো শিলচর, উত্তর করিমগঞ্জ ও হাইলাকান্দি। এই তিন সদর উপজেলার কাজ কর্ম তদারকি করবেন সংশ্লিষ্ট জেলা আয়ুক্ত স্বয়ং। তিনি বলেন যে আগামী পয়লা জানুয়ারি থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।