কে আর সি ইভিনিং ই পেপার

6 - মিনিট |

VOL. 1 ISSUE 105 | SATURDAY, 26 AUGUST 2023 শনিবার ২৬ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

হেডলাইন
1. ভোটের আগে কর্মকর্তাদের বাইক দিচ্ছে বিজেপি
2. শিলচর এনআইটি তে সাংসদের জন্য অপেক্ষা না করে সভা ছাড়লেন কেন্দ্রীয় মন্ত্রী
3 .মনিপুর সীমান্তবর্তী কাছাড়ে কুকি বসতি বাড়ছে

ভোটের আগে কর্মকর্তাদের বাইক দিচ্ছে বিজেপি

কে আর সি :ভোটের আগে এবার সব কর্মকর্তাদের মোটরসাইকেল দেবে বিজেপি। আজ বিজেপি দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কয়েক হাজার পালসার কেনা হয়েছে। এবং উদ্দেশ্য হলো বিজেপি কর্মকর্তারা যারা ফিল্ডে কাজ করছেন তাদের এই বাইক দেওয়া হবে।

লোকসভা নির্বাচনের মাস ছয়েক আগে এই চমক দেয়ার মত কাজ করে ফেলল আসাম প্রদেশ বিজেপি। দলের কাজে দক্ষতা আনতে এটা করা হয়েছে বলে জানানো হয় প্রদেশ নেতৃত্ব থেকে। লোকসভার আগে যাতে দূর-দূরান্তে কর্মীদের কাজ করতে কোন অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে কর্মীরা শুধু উৎসাহিত হবে এমন নয় কাজ তাদের কাজের দক্ষতা বাড়বে। এখানে আরো একটা উদ্দেশ্য রয়েছে সেটা হল অনেকেই মোটরসাইকেলের লোভে বিজেপিতে নাম লেখাবেন। তবে এই ঘোষণায় দল হিসেবে বিজেপিতে লাভবান হবে এতে কোন সন্দেহ নেই।

VOL. 1 ISSUE 105 | SATURDAY, 26 AUGUST 2023 শনিবার ২৬ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

পড়ুয়াদের চন্দ্রযান লাইভ দর্শন, “পাগলের মেলা” বললেন বিজেপি কর্মকর্তা

শিলচর: মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে মসকরা করলেন এক বিজেপি কর্মকর্তা। গত পরশু মুখ্যমন্ত্রী এক নির্দেশে বলেছিলেন চন্দ্রযান -৩ দেখার জন্য ছাত্রছাত্রীদের স্কুলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকতে হবে।

একটি টেলিভিশন চ্যানেলে এই নির্দেশ সংক্রান্ত খবরকে শেয়ার করে কালাইন মন্ডল বিজেপির সহ-সভাপতি ও কালাইন কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অসিত দে তার ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন যত “পাগলের মেলা”।

বিজেপি সরকারের একটি সিদ্ধান্ত নিয়ে এভাবে মন্ডল বিজেপির সহ-সভাপতি কিভাবে হাসি ঠাট্টা করতে পারবেন এ নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপি মহলে। বিরোধী দলের কোন মন্ডল সভাপতি বা সহ-সভাপতি এ ধরনের মন্তব্য করলে মানাতো।

কিন্তু শাসকদলের এক শীর্ষ কর্মকর্তা কিভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারেন এ নিয়ে বিস্তর চর্চা চলছে কালাইন বিজেপি মহলে। ইতিমধ্যে ফেসবুকে তার এই পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

VOL. 1 ISSUE 105 | SATURDAY, 26 AUGUST 2023 শনিবার ২৬ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

সংসদের জন্য অপেক্ষা করতে হবে শুনেই এনআইটি অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী

কে আর সি : সংসদ রাজদীপ রায়ের অপেক্ষা করতে অনুষ্ঠান শুরুতে দেরি করায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী রঞ্জন সিংহ এন এই আই টির একটি অনুষ্ঠান থেকে চলে যান। পরে অনেক অনুরোধের পর সাড়ে আটটার সময় টিভি ফেয়ার এই অনুষ্ঠানে আসেন। কিন্তু এ ঘটনা নিয়ে এনআইটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গত শনিবার অনুষ্ঠান শুরুর নির্দিষ্ট সময়ে এসে পৌঁছন মন্ত্রী রঞ্জন সিং। এর আগে অবশ্য তুমি এসে জানে সে তুমি এনআইটি চত্বর ঘুরে ফিরে দেখেন। অনুষ্ঠান শুরুর সময় হয়ে গেলে তিনি সবাইকে বলেন অনুষ্ঠান শুরু করা হোক। কিন্তু উদ্যোক্তারা জানান সাংসদ রাজদীপ রায়ের জন্য অপেক্ষা করতে হবে তিনি এসে যাচ্ছেন।

তখন কেন্দ্রীয় মন্ত্রী বলেন প্রটোকল অনুযায়ী একজন সংসদের জন্য একজন কেন্দ্রীয় মন্ত্রী অপেক্ষা করতে পারে না। এভাবে হঠাৎই থেকে চলে যান কেন্দ্রীয় মন্ত্রী। তাকে অনুরোধ অনেক অনুরোধ করা হলো তিনি আসতে রাজি হননি। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিনি এনআইটি এই অনুষ্ঠানে আসেন।

কিন্তু ততক্ষণে এর আইটি মহলে প্রচার হয়ে গেছে যে মন্ত্রী রাগ করে চলে গেছেন। এনি অবশ্য তিনি সরাসরি কিছু বলতে চাননি মিডিয়ার কাছে। তবে বিষয়টা নিয়ে বেশ জল গোলা চলছে এনআইটি মহলে। বিশেষ করে নতুন ডিরেক্টর দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে অনেকগুলো অনুষ্ঠানে এ ধরনের একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছে।

তাই এ বিষয়টা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রঞ্জন সিং যে পদক্ষেপটা নিয়েছেন সেটা ন্যায্য বলে মনে করছেন অনেকেই। যখন সময় হয়ে গেছে এবং কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত তখন উদ্যোক্তারা অনুষ্ঠান শুরু করে দিতে পারতেন। আর এটাই নিয়ম।

কিন্তু এনআইটি ডিরেক্টর সহ কর্তৃপক্ষ সাংসদের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে বসিয়ে রাখার প্রস্তাব দিলে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। সভাপতি এটা কেন্দ্রীয় মন্ত্রীর মনে আঘাত লাগে। সত্যি তো একজন সাংসদ কিভাবে কেন্দ্রীয় মন্ত্রীর জন্য অপেক্ষা করতে পারেন। তিনি সঙ্গে সঙ্গেই অনুষ্ঠান স্থল থেকে চলে যান। এতে বিপাকে পড়েন এনআইটি কর্তৃপক্ষ।

রঞ্জন সিং হলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তাই তার আওতায় রয়েছে ভারতবর্ষের সেরা সব শিক্ষা প্রতিষ্ঠান। তারই দফতরের একটি প্রতিষ্ঠানের তিনি সংসদের জন্য অপেক্ষা করবেন এটা তো হতে পারে না। যাই হোক শেষ পর্যন্ত পরিস্থিতিটা সামাল দিতে পেরেছেন এনআইটি কর্তৃপক্ষ। কিন্তু এই অবাঞ্ছিত ঘটনায় শিলচর এনআইটির অনুষ্ঠান পরিচালনায় অপেশাদারিত্বের দিকটা সামনে আসলো।

VOL. 1 ISSUE 105 | SATURDAY, 26 AUGUST 2023 শনিবার ২৬ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

মনিপুর সীমান্তবর্তী কাছাড়ে কুকি বসতি বাড়ছে

কে আর সি : হঠাৎ করে কাচাড় জেলায় মনিপুরের সীমান্তে কুকিদের সংখ্যা বাড়ছে। কয়েকটি গ্রামে ককিরা বসতি স্থাপন করেছে বলে খবর আসছে। কিভাবে এটা সম্ভব হলো এটা নিয়ে প্রশ্ন উঠছে। মনিপুর দাঙ্গার সময় এরা বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিল কাছাড়ে। তাহলে কি তারা রয়ে গেছেন। এটা একটা বড় প্রশ্ন । এদিকে কাছাড়-মনিপুর সীমান্তে বেশ কিছু কুকি সম্প্রদায়ের মানুষ নতুন করে বসতি স্থাপন করার খবরে সামাজিক সংগঠন শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

এই মর্মে পরিষদের সভাপতি হারাণ দে এক বিবৃতিতে বলেন যে চন্ডিঘাঠের পাশ্ববর্তী এলাকা ও হরিনগরে কুকিরা বসতি স্থাপন করতে শুরু করেছে এবং খালি জমিতে পুঞ্জি স্থাপনের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া বড়থলে ইতিমধ্যেই কিছু রোহিঙ্গা বসতি স্থাপন করেছে। এই অনুপ্রবেশ এখনই ঠেকাতে না পারলে বরাকের ভবিষ্যত অন্ধকার হবে বলে উল্লেখ করে হারাণ বলেন যে এসমস্ত এলাকায় উগ্রপন্থী কার্য কলাপ যে সংগঠিত হবেনা তা নিশ্চিত করে বলা যায় না।

তিনি এই উদ্বেগ জনক পরিস্থিতিতে প্রশাসনকে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কুকিদের এই অনুপ্রবেশ নিয়ে আগেই বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এখন এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ পর্যন্ত জরুরি না হলে আগামীতে বরাক উপত্যকায় একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হতে পারে এবং আশঙ্কা করছেন অনেকেই।

VOL. 1 ISSUE 105 | SATURDAY, 26 AUGUST 2023 শনিবার ২৬ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

সম্পাদকীয়

চন্দ্র যানের সাফল্য নেহরু থেকে মোদি সবার অবদান রয়েছে

চন্দ্রযান তিন সফল হওয়া আমাদের বিজ্ঞানীদের জন্য একটা বিরাট সাফল্য। তবে আমার যেটা সবচাইতে ভালো লাগছে সেটা হল বিজ্ঞান সাধনার উন্নতির জন্য ভারতের কোন সরকার রাজনীতির ধার ধারেনি। জহরলাল নেহেরু উদ্যোগে ইসরো প্রতিষ্ঠা করেছিলেন বিক্রম সারাভাই। ১৯৬২ সালে।

এরপর দেশে বিভিন্ন সরকার এসেছে কংগ্রেস সরকার যুক্তফ্রন্ট সরকার বাজপেয়ীর বিজেপি সরকার আবার কংগ্রেস আবার বিজেপি সরকার। কিন্তু প্রতিটি সরকারই দেখেছি নিজেদের মধ্যে প্রচুর বিরোধ থাকলেও ইসরো বা এই ধরনের বিজ্ঞান প্রতিষ্ঠা গুলিতে অর্থ বরাদ্দে কোন কার্পণ্য করা হয়নি।

এমনকি নেহেরুর স্থাপিত ভারতবর্ষের বিখ্যাত আইআইটি ও আইআইএমগুলিতেও একইভাবে সরকারের পৃষ্ঠপোষকতা বজায় থাকেছে। যেকোনো একটা আধুনিক রাষ্ট্রের জন্য এটাই কাম্য। কারণ এগুলো বিষয়ে রাজনীতি চলে না। আজকে এই যে চন্দ্রযানের সাফল্য এসেছে এটা এসেছে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা সবসময় ইসরোকে সহায়তা করে গেছেন। জহরলাল নেহেরু থেকে শুরু করে নরেন্দ্র মোদী একই ধারা বজায় থাকছে।

তাই আমি এই সাফল্যের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুকে যেরকম ধন্যবাদ জানাবো ঠিক সেভাবে ধন্যবাদ জানাবো বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এখানে কোন রাজনীতি নয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশ উন্নতি করেছে এই কারণে যে এই জায়গাটাকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।

আজকে আমেরিকার সিলিকন ভ্যালির সংখ্যা গরিষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ ভারতের। দেশের সেরা সব কোম্পানির ৩০ শতাংশ সিইও ভারতীয়। গুগল মাইক্রোসফট আইবিএম থেকে শুরু করে পৃথিবীর সেরা তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলির প্রধানের মাথায় বসে আছেন ভারতীয়রা। এই ঐতিহ্য আমরা দীর্ঘ কয়েক দশকে অর্জন করেছি এটাকে বজায় রাখতে হবে।

পাকিস্তানের একজন প্রাক্তন জেনারেল একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন , আমার যদি ক্ষমতা থাকতো তাহলে প্রথমেই আমি ব্যাঙ্গালোরের ওপর আক্রমণ চালাতাম।কারন ভারতীয়দের যাবতীয় ক্ষমতার উৎস হলো এই ব্যাঙ্গালোরের আইটি হাব।
তাই বন্ধুরা আজকের দিনটিতে আমি অন্ততপক্ষে এই বিষয়ে আমাদের দেশের প্রতিটি সরকারকে ধন্যবাদ জানাই। অন্তত এই একটি ক্ষেত্রে তারা সংকীর্ণ রাজনীতি করেন নি। আশা রাখবো এই ধারা অব্যাহত থাকবে।

শুভ্র কান্তি ভট্টাচার্য

VOL. 1 ISSUE 105 | SATURDAY, 26 AUGUST 2023 শনিবার ২৬ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *