এই অঞ্চলে এরা বসতি স্থাপন করলে উগ্রপন্থী কার্য কলাপের আশঙ্কা
শিলচর – কাছাড়-মনিপুর সীমান্তে বেশ কিছু কুকি সম্প্রদায়ের মানুষ নতুন করে বসতি স্থাপন করার খবরে সামাজিক সংগঠন শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে। এই মর্মে পরিষদের সভাপতি হারাণ দে এক বিবৃতিতে বলেন যে চন্ডিঘাঠের পাশ্ববর্তী এলাকা ও হরিনগরে কুকিরা বসতি স্থাপন করতে শুরু করেছে এবং খালি জমিতে পুঞ্জি স্থাপনের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।
এছাড়া বড়থলে ইতিমধ্যেই কিছু রোহিঙ্গা বসতি স্থাপন করেছে। এই অনুপ্রবেশ এখনই ঠেকাতে না পারলে বরাকের ভবিষ্যত অন্ধকার হবে বলে উল্লেখ করে হারাণ বাবু বলেন যে এসমস্ত এলাকায় উগ্রপন্থী কার্য কলাপ যে সংগঠিত হবেনা তা নিশ্চিত করে বলা যায় না। তিনি এই উদ্বেগ জনক পরিস্থিতিতে প্রশাসনকে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।