লোকসভা নির্বাচনের মাস ছয়েক আগে এই চমক দেয়ার মত কাজ করে ফেলল আসাম প্রদেশ বিজেপি
গুয়াহাটি : ভোটের আগে এবার সব কর্মকর্তাদের মোটরসাইকেল দেবে বিজেপি। আজ বিজেপি দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কয়েক হাজার পালসার কেনা হয়েছে। এবং উদ্দেশ্য হলো বিজেপি কর্মকর্তারা যারা ফিল্ডে কাজ করছেন তাদের এই বাইক দেওয়া হবে। লোকসভা নির্বাচনের মাস ছয়েক আগে এই চমক দেয়ার মত কাজ করে ফেলল আসাম প্রদেশ বিজেপি। দলের কাজে দক্ষতা আনতে এটা করা হয়েছে বলে জানানো হয় প্রদেশ নেতৃত্ব থেকে।
লোকসভার আগে যাতে দূর-দূরান্তে কর্মীদের কাজ করতে কোন অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে কর্মীরা শুধু উৎসাহিত হবে এমন নয় কাজ তাদের কাজের দক্ষতা বাড়বে। এখানে আরো একটা উদ্দেশ্য রয়েছে সেটা হল অনেকেই মোটরসাইকেলের লোভে বিজেপিতে নাম লেখাবেন। তবে এই ঘোষণায় দল হিসেবে বিজেপিতে লাভবান হবে এতে কোন সন্দেহ নেই।