পড়ুয়াদের চন্দ্রযান লাইভ দর্শন, “পাগলের মেলা” বললেন বিজেপি কর্মকর্তা

< 1 - মিনিট |

বিরোধী দলের কোন মন্ডল সভাপতি বা সহ-সভাপতি এ ধরনের মন্তব্য করলে মানাতো ?

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর: মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে মসকরা করলেন এক বিজেপি কর্মকর্তা। গত পরশু মুখ্যমন্ত্রী এক নির্দেশে বলেছিলেন চন্দ্রযান -৩ দেখার জন্য ছাত্রছাত্রীদের স্কুলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকতে হবে। একটি টেলিভিশন চ্যানেলে এই নির্দেশ সংক্রান্ত খবরকে শেয়ার করে কালাইন মন্ডল বিজেপির সহ-সভাপতি ও কালাইন কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অসিত দে তার ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন যত “পাগলের মেলা”।

বিজেপি সরকারের একটি সিদ্ধান্ত নিয়ে এভাবে মন্ডল বিজেপির সহ-সভাপতি কিভাবে হাসি ঠাট্টা করতে পারবেন এ নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপি মহলে। বিরোধী দলের কোন মন্ডল সভাপতি বা সহ-সভাপতি এ ধরনের মন্তব্য করলে মানাতো। কিন্তু শাসকদলের এক শীর্ষ কর্মকর্তা কিভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারেন এ নিয়ে বিস্তর চর্চা চলছে কালাইন বিজেপি মহলে। ইতিমধ্যে ফেসবুকে তার এই পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *