করিমগঞ্জ |২৫ লক্ষাধিক টাকার বার্মিজ সুপারি জব্দ বাজারিছড়ায়, গ্রেফতার ১

< 1 - মিনিট |

জব্দকৃত সুপারির পরিমাণ প্রায় ৮৯২০ কেজি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার বাজারিছড়ায় পুলিশের সফল অভিযান। উদ্ধার বার্মিজ সুপারি,গ্ৰেফতার এক। শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের সন্দেহভাজন বার্মিজ সুপারি আটক করেছে পুলিশ। করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে বাজারিছড়া থানার ওসি এবং নাগরা আউট পোস্টের ইনচার্জ কাঁঠালতলীর বাঘনগ্ৰামের এক ব্যক্তির ঘরে অভিযান চালিয়ে ৫১ বস্তা সন্দেহভাজন বার্মিজ সুপারি জব্দ করেছেন।

জব্দকৃত সুপারির পরিমাণ প্রায় ৮৯২০ কেজি । যার বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি পুলিশ গ্রেফতার করেছে ফজলুর রহমান নামের এক ব্যক্তিকে। একই দিনে পুলিশ আরও একটি অভিযান চালিয়ে AS10C 6267 নম্বরের একটি ডিআই ট্রাকে কিছু সন্দেহভাজন কাঠ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *