আহত চালকের নাম প্রশান্ত নাথ বয়স ২৮ উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর এলাকার বাসিন্দা
করিমগঞ্জ : কাকভোরে ৮ নং জাতীয় সড়কে সলগই বাজার এলাকায় দুটি লরির সংঘর্ষে গুরতর আহত চালক।। এই ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সকাল ৩.৩০ মিনিটে বাজারিছড়া থানাধীন ৮নং জাতীয় সড়কের সলগই বাজার এলাকায়। দুটি ১২ চাকা লরির সংঘর্ষে এমন দুর্ঘটনার সংঘটিত হয়।
স্থানীয় ১১ নং লাইনের বিষ্ণু কেওট জানান, উক্ত রাতে NL 01G7116 নম্বরের একটি মুরগির খাদ্য বোজাই লরি গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাওয়ার পথে আট নং জাতিয় সড়কের সলগই বাজার এলাকায় দাঁড়ানো অবস্তায় ছিল। অন্যদিকে তারা বিকট শব্দ শুনে এসে দেখতে পান পেছনের দিক থেকে আসা AS 01FC3371 নম্বরের আরেকটি ত্রিপুরাগামী সিমেন্ট বোজাই ১২ চাকা লরিটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজুরে ধাক্কা মারে।
তাতে লরির সামনের পাক পুরোটাই ভেতর দিকে ঢুকে যায় যার ফলস্বরূপ ট্রাকচালক পুরো সিট এবং স্টানিং এর মধ্যে চাপা পড়ে যান এবং একটি পা ভেঙ্গে সিটের পাশে ফেঁসে যায়। ঘটনাটি জানাজানি হতেই আশেপাশের লোকজন অকুস্তলে উপস্থিত হন এবং জেসিবি খবর দিয়ে টানা তিন ঘন্টা প্রচেষ্টার পর লরি চালককে উদ্ধার করতে সক্ষম হন।
এছাড়া দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাজারীছড়া পুলিশ দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। আহত চালকের নাম প্রশান্ত নাথ বয়স ২৮ উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর এলাকার বাসিন্দা বলে জানা যায় । খবর পেয়ে আহত প্রশান্তের বাড়ি থেকে লোকজন উপস্থিত হন এবং তাকে চিকিৎসার জন্য পাথারকান্দি নিয়ে যান এবং সেখান থেকে পরে তাকে উন্নত চিকিৎসার করিমগঞ্জ হয়ে শিলচর রেফার করা হয়।