ভয়ঙ্কর দুর্ঘটনার পর উত্তেজিত জনতা লরিতে ভাঙচুর চালান
শিলচর : সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনায় শহরের রাঙ্গিরখাড়ি এলাকায় লরির ধাক্কায় মৃত্যু ঘটল এক সাইকেল আরোহীর। এ দুর্ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন।সোমবার সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকের নাম কিংলঙ গেংমাই। শহরের গোপালগঞ্জ এলাকার নাগাপট্টির বাসিন্দা।
তিনি এনআইটি-র ঠিকাভিত্তিক কর্মী। কর্মস্থলে যাওয়ার সময় দ্রুতগতির এমজেড ০১ ডব্লু ৯৩১৩ নম্বরের একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান।ভয়ঙ্কর দুর্ঘটনার পর উত্তেজিত জনতা লরিতে ভাঙচুর চালান। সড়ক অবরোধ করে বসেন। খবর পেয়ে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচেষ্টা চালিয়ে শেষে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনায় মৃতের মরদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।