যোগাযোগ করতে পারবেন – ৯৪৩৫৬৪৯৩১৩, ৯৪০১৩০২৮৬১
শিলচর : ‘রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহ -২০২৩ ” এর কাছাড় জেলা স্তরের প্রতিযোগিতা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং প্রকল্প উপস্থাপনা করবে শিশু বিজ্ঞানীরা। একটি প্রকল্পের জন্য ২জন শিশু বিজ্ঞানীই প্রকল্প উপস্থাপন করবে। জেলা সমন্বয়ক পল্লব কান্তি দে বলেছেন প্রকল্প উপস্থাপন শুরু হবে সকাল ৯টা থেকে।
যে সব শিশু বিজ্ঞানীরা ১০ সেপ্টেম্বর অংশ গ্রহন করবে, তাদের প্রত্যেককে ৩১ আগস্ট এর মধ্যে প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জমা দেওয়ার স্থান – বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় বা, সায়েন্স ট্রায়াল অর্গানাইজেশন এর কার্যালয় – বরাক ব্লাড ব্যাংক, হাইলাকান্দি রোড, শিলচর। যোগাযোগ করতে পারবেন – ৯৪৩৫৬৪৯৩১৩, ৯৪০১৩০২৮৬১ । রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহের – কাছাড় জেলা কমিটির প্রচার সচিব চম্পক সাহা এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন।