থাউজেন্ড সায়ন্তন দল আজ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি ইমেইল পাঠান
শিলচর : ২৫ আগস্ট আসাম রাজ্য সরকারের ১০০ তম কেবিনেট মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো আসাম নিজেকে সেমিকন্ডাক্টার হাব হিসেবে গড়ে তুলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী এই সিদ্ধান্ত। থাউজেন্ড সায়ন্তন যুবক দল সাধুবাদ জানায় এই সিদ্ধান্তকে। সরকার বলেছেন, আসামে সেমিকন্ডাক্টর হাব তৈরি হলে, সমগ্র আসাম জুড়ে এই ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি হবে, সেমিকন্ডাক্টর মার্কেট তৈরি হবে, আসামে সেমিকন্ডাক্টর এক্সপোর্ট উন্নত হবে।
আসামের রেভিনিউ বাড়বে, ইত্যাদি। থাউজেন্ড সায়ন্তন দল আজ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি ইমেইল পাঠান, এতে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে সমগ্র আসাম কেবিনেট এবং স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন, রাজ্য সরকারের উদ্যোগে, শিলচর তথা বরাক জুড়েও যেন সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলা যায়। এই দাবির যথার্থ যুক্তিও আছে বলে থাউজেন্ড সায়ন্তন মনে করেন এবং তাদের চিঠিতে তা তুলে ধরেন।
তারা বলেছেন, শিলচরে উন্নত মানের নিট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বরাকে পলিটেকনিক আছে, আইটিআই আছে, আছে আসাম ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানও। এছাড়াও বরাকের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাককে ঘিরে আছে বিভিন্ন রাজ্য এবং দেশ।
তাই থাউজেন্ড সায়ন্তন যুবক দল মনে করেন, প্রকৌশল, মার্কেট, এক্সপোর্ট ইত্যাদি সব ধরনের দৃষ্টিকোণ থেকেই বিচার করলে দেখা যাবে, শিলচর তথা সমগ্র বরাক জুড়েও যদি রাজ্য সরকারের উদ্যোগে সেমিকন্ডাক্টর শিল্প কারখানা তৈরি হয় তাহলে, সমগ্র আসামে সেমিকন্ডাক্টর হাব তৈরি করার সরকারের ভাবনা সম্পূর্ণভাবে ফলপ্রসু হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা স্থাপন করলে প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী।
থাউজেন্ড সায়ন্তন শিলচর