শিলচর | সৈদপুরে বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ

< 1 - মিনিট |

এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : সৈদপুর ২য় খণ্ড বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, সফিক উদ্দিন বড়ভুইয়ার বছর ২৯এর একমাত্র কন্যা নাসিমা বেগম বড়ভুইয়া গত রাতে খাওয়া দাওয়া শেষে সাধারণ ভাবে শুয়ে পড়ে যুবতী। কিন্তু ভোরবেল তার ভাই ঘরে বোনকে খোঁজাখুঁজি করলে বিছানায় দেখতে পায় নি। তখন সে পাশের একটি নতুন রুমে গিয়ে দেখতে পান রুমটি ভিতরের দিক থেকে বন্ধ।

এমতাবস্থায় সন্ধীহান হয়ে ওঠেন। ডাকেন পাড়াপরশিদের। পাড়াপড়শিরা এসে দরজা খুলতে সাহায্য করলে দেখা যায় রুমের ভিতরে ঝুলানো রয়েছে যুবতীর মৃতদেহ। খবর চাউর হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় রাঙিরখাড়ি পুলিশ ফাঁড়িতে। রারাঙিরখাড়ি পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে এসে পৌছান সোনাই সার্কল মেজিষ্টেট মারিয়া তানিম। মেজিষ্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার বিবরণ তুলে ধরে সংবাদ মাধ্যমের সামনে সৈদপুর জিপি সভাপতি রফিকুল হক বড়ভুইয়া বলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *