কে আর সি ইভিনিং ই পেপার

6 - মিনিট |

VOL. 1 ISSUE 107 | WEDNESDAY, 30 AUGUST, 2023 বুধবার ,৩০ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

হেডলাইন
1. রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানো রাখির উপহার বললেন হিমন্ত

2. ডিলিমিটেশনে নগাওয়ের হিন্দু সমাজের বিরাট ক্ষতি হয়েছে বললেন রাজেন গোহাই

3. বার্মিজ সুপারি পাচার লায়লাপূরে আটক ৮টি লরি গ্রেফতার ১০

রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানো রাখির উপহার বললেন হিমন্ত

গুয়াহাটি : রান্নার গ্যাসের দাম 200 টাকা কমানো কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন এটা হল মা-বোনদের রাখির উপহার।

রাখি পূর্ণিমার দিন এই দমকা বদর কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র যে সাধারণ মানুষের সঙ্গে রয়েছে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য গতকাল কেন্দ্র রান্নার গ্যাসের সিলিন্ডারের প্রতিটির দাম ২০০ টাকা কমিয়েছে।

বিরোধীদের বক্তব্য হলো নির্বাচন সামনে আসছে তাই এই দাম কমানো হয়েছে। আর এখন যদি দাম কমানো হয় তাহলে এতদিন কেন এই দাম বাড়িয়ে রাখা হয়েছিল এই প্রশ্ন তুলেছে বিরোধীরা।

VOL. 1 ISSUE 107 | WEDNESDAY, 30 AUGUST, 2023 বুধবার ,৩০ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

ডিলিমিটেশনে নগাওয়ের হিন্দু সমাজের বিরাট ক্ষতি হয়েছে বললেন রাজেন গোহাই

কে আর সি : দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহই। আজ তিনি সাংবাদিকদের জানান তিনি তার ক্ষোভের কথা স্বরাষ্ট্রমন্ত্রী কে বলেছেন। রাষ্ট্রমন্ত্রী তার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। এছাড়াও তিনি আসামের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক বৈজয়ন্ত পাণ্ডার সঙ্গে কথা বলেছেন।

তার কাছে তিনি তার মনের কথা খুলে বলেছেন। রাজেন গোহাই অবশ্যই এর বেশি কিছু বলতে চান নি। তিনি বলেছেন দলের স্বার্থে তিনি সব কথা এখন প্রকাশ্যে বলবেন না।

তবে ডিলিমিটেশনে নওগাঁও হিন্দু সমাজের বিরাট ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন এটা আমি আগেও বলেছি। এখনও বলছি। এই ডি লিমিটেশনে নগাওয়ের হিন্দু সমাজের যা ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। এটা করা ঠিক হয়নি। অর্থাৎ দিল্লি থেকে ফিরে এলেও রাজেন গোহাই কিন্তু তার বিদ্রোহের সুরটা চড়া রেখেছেন।

এর আগে তিনি দলে পুরনো বিজেপির কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন। এবং তার এই অভিযোগে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য ও রমেন ডেকা। এরপরেই তাকে দিল্লিতে ডেকে পাঠানোর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সঙ্গের তার দীর্ঘক্ষণ কথা হয়েছে এ বিষয় নিয়ে।

VOL. 1 ISSUE 107 | WEDNESDAY, 30 AUGUST, 2023 বুধবার ,৩০ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

বার্মিজ সুপারি পাচার লায়লাপূরে আটক ৮টি লরি গ্রেফতার ১০

কে আর সি : অবৈধ বার্মিজ সুপারি প্রাচার করতে গিয়ে গত ২৪ ঘন্টায় লায়লাপুর পুলিশের হাতে আটকা পড়ে বার্মিজ সুপারি বোঝাই ওয়েল ট্যাংকার সহ ১২ চাকা ১০ চাকা ও ৬’ চাকার আটটি লরি। উদ্ধার বিপুল পরিমাণের সন্দেহজনক বার্মিজ সুপারি। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। গত কিছুদিন বিরত থাকার পর বার্মিজ সুপারির অবৈধ ব্যবসায়ীরা পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন, ২৪ ঘন্টায় আটটি গাড়ি আটক সেটাই প্রমাণ করছে।

পুলিশের চুখ ফাঁকি দিতে ওয়েল ট্যাংকার গাড়িতে বার্মিজ সুপারি পাচারের কৌশলটি আগেই ধরা পড়েছিল। ধরা পড়েছিলে গাড়ির ভিতর গোপন চেম্বার তৈরি করে সুপারি পাচারের কৌশল।এবার সম্মুখে এসেছে আরেকটি নতুন কৌশল। গাড়ি ভিতরে থাকা গোপন চেম্বারকে আড়াল করতে গাড়িতে বোঝাই করে নেওয়া হচ্ছে অন্যান্য পন্য। পুরনো কাটুন, প্লাস্টিকের বোতল ও পুরনো টিন লোহার আড়ালে আড়ালে সুপারি প্রাচার করতে গিয়ে লায়লাপুর পুলিশের হাতে আটকা পড়ে, এএস ০১ডিসি ৯২৬৯, এএস১১বিসি১২৮৭ ও এএস১১ ৮৩১৬ নাম্বারে তিনটি ছয় চাকার লরি।

গোপন চেম্বারে সুপারি পাচার করতে গিয়ে ধরা পড়ে এএস০১ডিডি ৯১৯৩, এএস১৭বি ২১৪২, এনএল০১এবি ৭৪১৩ ও এএস০১এফসি ৩৮৯৯ নাম্বার ১২ চাকার ৪টি লরি ও এএস১১সিসি ৯৪১১ নম্বরে ১০ চাকার একটি ওয়েল ট্যাংকার গাড়িও। গাড়িগুলো থেকে উদ্ধার হয় মোট ১০ হাজার ৮০০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি।

গ্রেফতার করা হয় অবৈধ বার্মিজ সুপারি বহনকারী ৮টি গাড়ির চালক ও সহচালক মিলে দশজনকে। ধৃতরা হলেন ধলাই থানা এলাকার চান্নীঘাটের বাসিন্দা অহিদ আহমেদ মজুমদার (২৬) হান্নান হোসেন লস্কর (২৩), ইসলামাবাদের বাসিন্দ মজিবুর রহমান লস্কর(৬০) কাছাড় জেলার কালাইন থানা এলাকার গুমরার বাসিন্দ সারিমুল হক বড়ভূঁইয়া (২৬), শরিফ উদ্দিন (২৮), ইমরানুল আহমেদ (২২) ,কালাইনের বাসিন্দা শামসুল হক বয়স (২২) ,খলিছাড়ার বাসিন্দা আবজাল হোসেন(২১), বড়খলা সোনাপুরের বাসিন্দা আবজল হোসেন (২২) করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভার লাল ছড়ার বাসিন্দা খাইরুল হোসেন (৩৩) লায়লাপুর পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জ নৌচাং সিয়াম ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ বরুয়া জানিয়েছেন নাকা তল্লাশি চলাকালীন সময়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্ট এর সম্মুখ মিজোরামের দিক থেকে আসা গাড়িগুলোর গতিরোধ করা হয়।

গাড়িগুলোতে ভালোভাবে তল্লাশি চালাতে গেলে দেখা যায় গাড়িগুলোতে বার্মিজ সুপারি রয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ি সমেত আটক করা হয় গাড়িতে থাকা চালক ও সহ চালকদের। ধৃতদের আদালতে তোলা হলে, আদালতের নির্দেশে প্রেরণ করা হয়েছে হাজতে।

VOL. 1 ISSUE 107 | WEDNESDAY, 30 AUGUST, 2023 বুধবার ,৩০ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

টার্গেট নরম হিন্দুত্ব ,গুয়াহাটিতে বিশেষ প্রশিক্ষণ শিবির সংঘের

শুভ্রকান্তি ভট্টাচার্য

শিলচর : যে কোনোভাবে সংগঠনের সঙ্গে মানুষকে যুক্ত করতে হবে। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুয়াহাটিতে অনুষ্ঠিত এক বিশেষ প্রশিক্ষণ এই বিষয়ে গুরুত্ব দেওয়া হল। এখানে সারা দেশ থেকে সংঘের শীর্ষ নেতারা এসেছিলেন। অত্যন্ত গোপনে এই বৈঠকে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। দেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি মানুষের সমর্থন আরো বাড়ানো যায়।

এ বিষয়ে রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হলো বাছাই করা কয়েকজনকে। উত্তর-পূর্বের বিভিন্ন এলাকা থেকে সংঘের অনেকেই যোগ দিয়েছেন। এবং সবাই নয় নির্ধারিত কয়েকজনকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কি প্রশিক্ষণ দেওয়া হয়েছে?বোঝানো হয়েছে যে কোনভাবে মানুষকে সংঘের আদর্শে অনুপ্রাণিত করতে হবে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এখন যে আর কেউ নিবেদিত প্রাণ প্রচারক হবেন না সেটা তারা বুঝে নিয়েছেন।

এই প্রজন্মের যুব সমাজের এত ত্যাগের মনোভাব নেই। এই অবস্থায় নিজেদের প্রভাব বিস্তার করতে সংঘ চাইছে বিভিন্ন পেশায় নিযুক্ত বিভিন্ন বয়সের লোকদের সংঘের কর্মকান্ডের সঙ্গে যুক্ত করতে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

যে ব্যক্তি যে পেশায় আছেন তাকে তার পেশার থেকে কিভাবে সংঘের কর্মকান্ডে জড়িত করা যায় সেটা বুঝিয়ে বলেছেন প্রশিক্ষকরা। এই ধরনের যারা সংঘের প্রতি আকৃষ্ট তাদের সেম্পেথাইযার বা সমর্থক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

এসব সেম্পেথাইযারা আগামীতে সংগঠন এবং বিজেপি দলের জন্য একটা বিরাট সম্পদ হতে পারে। তাই আরএসএস নেতৃত্ব চাইছেন এই ধরনের ব্যক্তি যারা সরাসরি কট্টর হিন্দুত্ব রাজনীতি পছন্দ করেন না । কিন্তু হিন্দুত্বের প্রতি একটা সুপ্ত ভালবাসা ,একটা টান অনুভব করেন। এমন ব্যক্তিদের চিহ্নিত করে তাদের কর্মকান্ডের সঙ্গে যুক্ত করতে হবে।

আপাতত এই ছকেই নিজের প্রভাব এবং প্রতিপত্তি বিস্তার করতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর যেহেতু সংগঠনটি আরএসএস তাই প্রতিটি কাজে একটা সুশৃঙ্খলতা থাকবেই। এবং কাজও শুরু হয়ে গেছে। অধ্যাপক ডাক্তার আইনজীবী সাংবাদিক সরকারি চাকুরে , অনেকেই আছেন যারা হিন্দুত্বের প্রতি একটা ভালোবাসা অনুভব করেন। কিন্তু উগ্রতা পছন্দ করেন না। তাদের কিভাবে আরো বেশি করে সঙ্গে রাখা যায় সেই চেষ্টায় হচ্ছে।

এছাড়া আরও একটা বিষয় গুয়াহাটির এই শিবিরে আলোচনা হয়েছে। বিভিন্ন বিষয়ে জনগণের যে ক্ষোভ আছে সেটাকে প্রশমিত করতে কর্মীদের কি করা উচিত সেটা নিয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। সংঘের এই যে প্রচেষ্টা এটাকে অত্যন্ত গোপন রাখা হয়েছে। এটা অবশ্য নতুন কিছু নয় ।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখনই যা কিছু করে খুব একটা ঢাক ঢোল পিটিয়ে করে না। ঠান্ডা মাথায় কিভাবে সঠিক কাজটা করতে হয় সেটা সংঘের প্রত্যেকেই ভালো জানেন।

রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এই যে অধিবেশন হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আসামে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বভারতীয় শীর্ষ আরএসএস নেতারা এতে যোগ দিয়েছেন।তাই স্বভাবতই এই প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব অপরিসীম। যুগের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে সংঘের আদর্শকে প্রচার করা যায় সেটাই ছিল এ প্রশিক্ষণের মোদ্দা কথা। এই প্রশিক্ষণ শিবির আগামীতে আরএসএস এর বিভিন্ন কর্ম পদ্ধতির দিকনির্দেশ করবে । তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

VOL. 1 ISSUE 107 | WEDNESDAY, 30 AUGUST, 2023 বুধবার ,৩০ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *