কেন্দ্র যে সাধারণ মানুষের সঙ্গে রয়েছে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী
গুয়াহাটি : রান্নার গ্যাসের দাম 200 টাকা কমানো কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন এটা হল মা-বোনদের রাখির উপহার। রাখি পূর্ণিমার দিন এই দমকা বদর কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র যে সাধারণ মানুষের সঙ্গে রয়েছে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য গতকাল কেন্দ্র রান্নার গ্যাসের সিলিন্ডারের প্রতিটির দাম ২০০ টাকা কমিয়েছে। বিরোধীদের বক্তব্য হলো নির্বাচন সামনে আসছে তাই এই দাম কমানো হয়েছে। আর এখন যদি দাম কমানো হয় তাহলে এতদিন কেন এই দাম বাড়িয়ে রাখা হয়েছিল এই প্রশ্ন তুলেছে বিরোধীরা।