ডিলিমিটেশনে নগাওয়ের হিন্দু সমাজের বিরাট ক্ষতি হয়েছে বললেন রাজেন গোহাই

< 1 - মিনিট |

তার এই অভিযোগে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য ও রমেন ডেকা

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি : দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহই। আজ তিনি সাংবাদিকদের জানান তিনি তার ক্ষোভের কথা স্বরাষ্ট্রমন্ত্রী কে বলেছেন। রাষ্ট্রমন্ত্রী তার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। এছাড়াও তিনি আসামের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক বৈজয়ন্ত পাণ্ডার সঙ্গে কথা বলেছেন। তার কাছে তিনি তার মনের কথা খুলে বলেছেন। রাজেন গোহাই অবশ্যই এর বেশি কিছু বলতে চান নি। তিনি বলেছেন দলের স্বার্থে তিনি সব কথা এখন প্রকাশ্যে বলবেন না। তবে ডিলিমিটেশনে নওগাঁও হিন্দু সমাজের বিরাট ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন এটা আমি আগেও বলেছি। এখনও বলছি। এই ডি লিমিটেশনে নগাওয়ের হিন্দু সমাজের যা ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। এটা করা ঠিক হয়নি। অর্থাৎ দিল্লি থেকে ফিরে এলেও রাজেন গোহাই কিন্তু তার বিদ্রোহের সুরটা চড়া রেখেছেন। এর আগে তিনি দলে পুরনো বিজেপির কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন। এবং তার এই অভিযোগে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য ও রমেন ডেকা। এরপরেই তাকে দিল্লিতে ডেকে পাঠানোর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সঙ্গের তার দীর্ঘক্ষণ কথা হয়েছে এ বিষয় নিয়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *