গত কিছুদিন বিরত থাকার পর বার্মিজ সুপারির অবৈধ ব্যবসায়ীরা পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন, ২৪ ঘন্টায় আটটি গাড়ি আটক সেটাই প্রমাণ করছে
শিলচর : অবৈধ বার্মিজ সুপারি প্রাচার করতে গিয়ে গত ২৪ ঘন্টায় লায়লাপুর পুলিশের হাতে আটকা পড়ে বার্মিজ সুপারি বোঝাই ওয়েল ট্যাংকার সহ ১২ চাকা ১০ চাকা ও ৬’ চাকার আটটি লরি। উদ্ধার বিপুল পরিমাণের সন্দেহজনক বার্মিজ সুপারি। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। গত কিছুদিন বিরত থাকার পর বার্মিজ সুপারির অবৈধ ব্যবসায়ীরা পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন, ২৪ ঘন্টায় আটটি গাড়ি আটক সেটাই প্রমাণ করছে। পুলিশের চুখ ফাঁকি দিতে ওয়েল ট্যাংকার গাড়িতে বার্মিজ সুপারি পাচারের কৌশলটি আগেই ধরা পড়েছিল। ধরা পড়েছিলে গাড়ির ভিতর গোপন চেম্বার তৈরি করে সুপারি পাচারের কৌশল।
এবার সম্মুখে এসেছে আরেকটি নতুন কৌশল। গাড়ি ভিতরে থাকা গোপন চেম্বারকে আড়াল করতে গাড়িতে বোঝাই করে নেওয়া হচ্ছে অন্যান্য পন্য। পুরনো কাটুন, প্লাস্টিকের বোতল ও পুরনো টিন লোহার আড়ালে আড়ালে সুপারি প্রাচার করতে গিয়ে লায়লাপুর পুলিশের হাতে আটকা পড়ে, এএস ০১ডিসি ৯২৬৯, এএস১১বিসি১২৮৭ ও এএস১১ ৮৩১৬ নাম্বারে তিনটি ছয় চাকার লরি।
গোপন চেম্বারে সুপারি পাচার করতে গিয়ে ধরা পড়ে এএস০১ডিডি ৯১৯৩, এএস১৭বি ২১৪২, এনএল০১এবি ৭৪১৩ ও এএস০১এফসি ৩৮৯৯ নাম্বার ১২ চাকার ৪টি লরি ও এএস১১সিসি ৯৪১১ নম্বরে ১০ চাকার একটি ওয়েল ট্যাংকার গাড়িও।গাড়িগুলো থেকে উদ্ধার হয় মোট ১০ হাজার ৮০০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি।
গ্রেফতার করা হয় অবৈধ বার্মিজ সুপারি বহনকারী ৮টি গাড়ির চালক ও সহচালক মিলে দশজনকে। ধৃতরা হলেন ধলাই থানা এলাকার চান্নীঘাটের বাসিন্দা অহিদ আহমেদ মজুমদার (২৬) হান্নান হোসেন লস্কর (২৩), ইসলামাবাদের বাসিন্দ মজিবুর রহমান লস্কর(৬০) কাছাড় জেলার কালাইন থানা এলাকার গুমরার বাসিন্দ সারিমুল হক বড়ভূঁইয়া (২৬), শরিফ উদ্দিন (২৮), ইমরানুল আহমেদ (২২), কালাইনের বাসিন্দা শামসুল হক বয়স (২২), খলিছাড়ার বাসিন্দা আবজাল হোসেন(২১), বড়খলা সোনাপুরের বাসিন্দা আবজল হোসেন (২২) করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভার লাল ছড়ার বাসিন্দা খাইরুল হোসেন (৩৩), লায়লাপুর পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জ নৌচাং সিয়াম ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ বরুয়া জানিয়েছেন নাকা তল্লাশি চলাকালীন সময়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্ট এর সম্মুখ মিজোরামের দিক থেকে আসা গাড়িগুলোর গতিরোধ করা হয়।
গাড়িগুলোতে ভালোভাবে তল্লাশি চালাতে গেলে দেখা যায় গাড়িগুলোতে বার্মিজ সুপারি রয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ি সমেত আটক করা হয় গাড়িতে থাকা চালক ও সহ চালকদের। ধৃতদের আদালতে তোলা হলে, আদালতের নির্দেশে প্রেরণ করা হয়েছে হাজতে।