VOL. 1 ISSUE 108 | THURSDAY 31 AUGUST, 2023 বৃহস্পতিবার ,৩১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
হেডলাইন
1 . ম্যাগসেসে পুরস্কার পেলেন ডা : রবি কান্নান
2 . গুয়াহাটিতে মেট্রো রেল চলাচলের সম্ভাবনা এই মুহূর্তে নেই: হিমন্ত
3 . বরাকে জমা টাকার মাত্র ৪০ শতাংশ বিনিয়োগ করছে ব্যাংক
ম্যাগসেসে পুরস্কার পেলেন ডা : রবি কান্নান
শিলচর : এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে খ্যাত রেমন ম্যাগসেসে সম্মানে ভুষিত ক্যান্সার বিশেষজ্ঞ ড. রবি কান্নান। কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট চিকিৎসক পদ্মভূষণ ড. রবি কান্নানের মুকুটে আরও একটি পালক যুক্ত হল।
এশিয়ার অন্যতন সম্মানের পুরস্কার ৱ্যামন ম্যাগসাই সম্মানে ভুষিত ক্যান্সার বিশেষজ্ঞ ড. রবি কান্নান। ৱ্যামন ম্যাগসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে তাঁকে এই সম্মান জানানো হচ্ছে। এবার ভারতে তিনিই একা এই পুরস্কার পাচ্ছেন।
দেশে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। ড. কান্নানের পাশাপাশি আরও তিনজন এই পুরস্কার পাচ্ছেন। ইস্ট তিমরের ইউজেনিও লেমস, ফিলিপিন্সের মারিয়ান কলোনেল ফেরের এবং বাংলাদেশের করবি রাখষান্ডকে দেওয়া হবে এবছরের ম্যাগসাই পুরস্কার।
এই অঞ্চলে ক্যান্সারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ড. কান্নান এই সম্মান পাচ্ছেন। ২০২১ সালে নভেম্বর পদ্মশ্রী পুরস্কার ভূষিত হয়েছিলেন ডাঃ রবি কান্নান।
VOL. 1 ISSUE 108 | THURSDAY 31 AUGUST, 2023 বৃহস্পতিবার ,৩১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
গুয়াহাটিতে মেট্রো রেল চলাচলের সম্ভাবনা এই মুহূর্তে নেই: হিমন্ত
গুয়াহাটি : গুয়াহাটিতে মেট্রো রেল চলাচলের সম্ভাবনা এই মুহূর্তে নেই। কেন নেই এটা বুঝিয়ে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন মেট্রোতে একটি স্টেশন থেকে আরেকটি স্টেশন এর দূরত্ব কমপক্ষে তিন কিলোমিটার হতে হয়। যাক মাটির মতো ছোট শহরের সম্ভব নয়। বড় বড় মেট্রো সিটিতে এটা সম্ভব হলেও গুয়াহাটিতে হবে না বলে জানান তিনি।
বলেন গুযাহাটিকে কেন্দ্র করে যে রিংরোড হবে সেই রিংরোডটা হয়ে গেলে তার মাঝখানে মেট্রো চলাচল করতে পারবে। এই প্রক্রিয়া ২০২৩ সালের আগে শেষ হবে না। তাই মুখ্যমন্ত্রীর কথায় ২০২৩ সালের আগে গুয়াহাটিতে কোন অবস্থায় মেট্রোরেল সম্ভব হবে না।
VOL. 1 ISSUE 108 | THURSDAY 31 AUGUST, 2023 বৃহস্পতিবার ,৩১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
ঘন ঘন লোডশেডিং করিমগঞ্জে কংগ্রেসের প্রতিবাদ
করিমগঞ্জ : আজ করিমগঞ্জের এপিডিসিএল কার্যালয়ে কংগ্রেস কর্মীদের উত্তাল প্রতিবাদ। ঘন ঘন লোডশেডিঙ্গের প্রতিবাদে জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংঘটনের কর্মকর্তারা ঘেরাও করলেন করিমগঞ্জের এপিডিসিএল কার্যালয়। এদিন কংগ্রেসের যুব নেতা সন্দীপ নন্দির নেতৃত্বে আন্দোলনকারীরা এপিডিসিএল মুর্দাবাদ ধ্বনী সহ বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় চত্ত্বর সরগরম করে তুলেন। পরে প্রতিবাদকারীদের প্রতিবাদে বাঁধা দিতে দেখা যায় জেলার পুলিশ এবং আধাসামরিক বাহিনীকে।
VOL. 1 ISSUE 108 | THURSDAY 31 AUGUST, 2023 বৃহস্পতিবার ,৩১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
কাছাড় ডিটিও অফিসে আরও একজন এমভিআই নিযুক্তির দাবি
শিলচর : জেলা পরিবহন আধিকারিকের অফিসে আরও একজন মোটর ভিহিকেল ইন্সপেক্টর এমভিআই নিযুক্তির দাবি জানিয়েছে কাছাড় ডিস্ট্রিক্ট লাইট মোটর ভেহিক্যাল অ্যাসোসিয়েশন। আজ পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে দেখা করে এই সংগঠনের কর্মকর্তারা একটি স্মারকপত্র দেন।
এতে তারা উল্লেখ করেন কাছাড়ে ডিটিও অফিসে বর্তমানে মাত্র একজন এমভিআই রয়েছেন। সংস্থার সভাপতি ভোলানাথ যাদব পরিবহন মন্ত্রী কে বলেন,একজন এমবিআই দিয়ে এত বড় জেলার কাজকর্ম করা অসম্ভব। এখন যিনি এম ভি আই আছেন তিনি তার দায়িত্ব ভালোভাবেই পালন করছেন। কিন্তু এটা যথেষ্ট নয়। তাই অবিলম্বে শিলচর ডিটিও অফিসে আরো একজন এমভিআই নিয়োগের জন্য মন্ত্রীর কাছে দাবি রাখেন সংস্থার সদস্যরা।
VOL. 1 ISSUE 108 | THURSDAY 31 AUGUST, 2023 বৃহস্পতিবার ,৩১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
বরাকে জমা টাকার মাত্র ৪০ শতাংশ বিনিয়োগ করছে ব্যাংক
৭০ শতাংশ স্থানীয় বিনিয়োগের নিয়ম লঙ্ঘন – বেসরকারি ব্যাংক গুলি জমা টাকার চাইতে ১০০ থেকে ৩০০ গুণ বেশি ঋণ দিচ্ছে!
শুভ্রকান্তি ভট্টাচার্য
শিলচর : বরাকে ব্যাংকে প্রতিবছর কত টাকা জমা পড়ে? আর ব্যাংক বরাকে কত টাকা বিনিয়োগ করছে ?এই হিসাবটা চমকে দেওয়ার মতো। সাধারণভাবে স্বীকৃত যে নীতি সেটা হল ব্যাংক একটা এলাকা থেকে যত টাকা জমা হিসাবে তুলবে তার ৭০% ওই এলাকায় ঋণ হিসেবে বিনিয়োগ করতে হবে। কিন্তু বরাকে এই চিত্রটা কি? কাছাড় জেলার একটা পরিসংখ্যান দিয়ে এটা বোঝানো যেতে পারে।
গত মাসে জেলাশাসকের অফিসে লিড ব্যাঙ্ক ম্যানেজারদের নিয়ে যে বৈঠক হয় সেখানে কিছু চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। সেটা থেকে যে নির্যাস বেরিয়ে আসে ,সেটা হল ব্যাংক বরাকে বিনিয়োগ করতে আগ্রহী নয়। ব্যাংকের দাখিল করা পরিসংখানে দেখা যাচ্ছে কাছাড়ে যত টাকা ব্যাংকে জমা হয় তার মাত্র ৪০ শতাংশ বিনিয়োগ হয়। বিনিয়োগ মানে ঋণ দেওয়া ।
কাছাড়ে জমা হিসাবে প্রায় ১২০০ কোটি টাকা পাওয়া যায় বছরে। কিন্তু ঋণ দেওয়ার সময় ৪০০ কোটিও হয় না। এভাবে স্থানীয় ঋণ দিতে ব্যাংকগুলোর এত অনীহা কেন? এই প্রশ্নটা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংককে করা হয়েছে। সরকারি ব্যাংকগুলোর এক্ষেত্রে কোন ইচ্ছেই নেই স্থানীয় বিনিয়োগে। সবচাইতে বেশি টাকা জমা পড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। অথচ এই দুই ব্যাংকই ঋণ দিতে আগ্রহী নয়।
তারা যা কিছু ঋণ দিয়েছে তার মধ্যে বেশিরভাগই সরকারি কর্মচারী ও বড় ব্যবসায়ী যারা মর্টগেজ দিতে পারে। অর্থাৎ যেখানে টাকা ফিরে আসার ১০০ শতাংশ নিশ্চয়তা রয়েছে সেখানেই তারা ঋণ দিচ্ছে।আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো বেসরকারি ব্যাংকগুলো কিন্তু যত টাকা তারা এখান থেকে পাচ্ছে তার কয়েক গুন বেশি এখানে ঋণ হিসেবে বিনিয়োগ করছে। সরকারি ব্যাংকগুলোর ঠিক উল্টো চিত্র এখানে।
যেমন ইন্ডাসইন্ড ব্যাংক ,তারা যা টাকা পাচ্ছে ডিপোজিট হিসাবে তার ৩০০ গুণ বেশি বিনিয়োগ করছে। ভালো অবস্থানে আছে এইচডিএফসি ব্যাংক। দেখা গেছে বেসরকারি ব্যাংকগুলো যা টাকা বরাক থেকে ডিপোজিট পায় সে তুলনায় তারা অনেক গুণ বেশি ঋণ হিসেবে বিনিয়োগ করছে।
তাহলে সরকারি ব্যাংকগুলোর এত অনীহা কেন ঋণ দিতে। এর কারণ সরকারি ব্যাংকগুলোতে কোন টার্গেট থাকে না, যে এত টাকা ঋণ দিতেই হবে। যেহেতু চাকরি যাবার ভয় নেই তাই ব্যাংকের কর্মীরা খুব একটা আগ্রহ দেখান না এ বিষয়ে। এমনকি ব্যাংকের ম্যানেজারও এসব বিষয় খুব একটা আগ্রহী নন। অযথা ঋণ দিয়ে ঝুঁকি নিতে তারা রাজি নন। অথচ বেসরকারি ব্যাংকগুলো ঋণ দিচ্ছে আবার ঋণ আদায়ও করছে।
সরকারি ব্যাংকগুলোর এই মনোভাবে বরাক উপত্যকার বেশিরভাগ টাকা বাইরে চলে যাচ্ছে। কোন উন্নতি হচ্ছে না এই উপত্যকার। ঋণ হিসেবে বিনিয়োগ না করলে ব্যবসার সম্পসারন হয় না। অর্থনীতির গতি আসে না। স্টেট ব্যাংক যদি বেসরকারি ক্ষেত্রে ফ্ল্যাট বা গাড়ি বিক্রির জন্য ঋণ দিত। তাহলে তাদের আয় আরো বাড়ত।আর অর্থনীতির গতিও ত্বরান্বিত হতো এই উপত্যকায়।
আসলে সরকারি ব্যাংকগুলোকে চাপ দিয়ে এই কাজটা করানোর মতো ক্ষমতা জেলা প্রশাসনের থাকার কথা নয়। আবার এই ব্যাংকগুলোকেই দেখা যাবে গুয়াহাটিতে ঋণ দিচ্ছে। কারণ এতে সরকার সরাসরি প্রভাব বিস্তার করতে পারছে। যেটা কোন অবস্থায় শিলচরে সম্ভব নয়। সরকারি ব্যাংক কর্তাদের এই মনোভাবের ফলে বরাক উপত্যকা অর্থনীতিতে ক্রমেই পিছিয়ে পড়ছে। এই বিষয়টা অনুধাবন করা বরাক উপত্যকার প্রতিটি জনপ্রতিনিধির উচিত।
VOL. 1 ISSUE 108 | THURSDAY 31 AUGUST, 2023 বৃহস্পতিবার ,৩১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
ব্যাঙ্গালুরুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত মনোয়ারের মৃতদেহ বাড়ি পৌছাতেই শোকস্তব্ধ সোনাই
শিলচর : ব্যাঙ্গালুরু তে অগ্নিদগ্ধ হয়ে মৃত মনোয়ারের মৃতদেহ বাড়িতে পৌছার পর শোকে মুহ্যমান গোঠা এলাকা। কান্নায় ভেঙ্গে পড়লেন স্ত্রী সহ নিকট আত্মীয় পরিজনরা। বুধবার সন্ধ্যায় চোখের জলে তার শেষ যাত্রায় সামিল হলেন শত শত জনতা। উল্লেখ্য, ব্যাঙ্গালুরুতে অগ্নিদগ্ধ হয়ে সোমবার সেখানকার গান্ধী হাসপাতালে প্রান হারান বছর ২৮ শের যুবক মনোয়ার। তার বাড়ি সোনাইর ঝা্ঞ্ঝারবালিতে।
মরদেহ বাড়িতে আনার কোন ও ব্যবস্থা ছিল না।খবর পেয়ে সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া মরদেহ ময়না তদন্তের ব্যবস্থা করে বিমান যোগে বাড়িতে পাঠানোর যাবতীয় ব্যবস্থা করে দেন। বাড়িতে হত মনোয়ারের স্ত্রী সহ ৬ মাসের কন্যা সস্তান সহ আত্মীয় স্বজনরা রয়েছেন।
এদিকে মরদেহ বাড়িতে আনার যাবতীয় ব্যবস্থা করে দেওয়ায় বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া কে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাতকরাকান্দি জিপির এপি সদস্য পিংক আহমেদ বড়ভুইয়া।
গ্রামবাসীর পক্ষ থেকে আহমদুল্লা বড়ভুইয়া ও বিধায়কের ভুমিকার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন।এছাড়া শোক সন্তপ্ত পরিবারবর্গ কে গভীর সমবেদনা জানিয়েছেন সোনাবাড়িঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভুইয়া।
VOL. 1 ISSUE 108 | THURSDAY 31 AUGUST, 2023 বৃহস্পতিবার ,৩১ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com