শিলচর | শত কন্ঠে কিশোর কুমারকে শ্রদ্ধা আনটিয়ার

< 1 - মিনিট |

এই উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর: আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষকর্মচারী সংস্থা আনটিয়ার জয়ন্তী উপলক্ষে শত কণ্ঠে কিশোর কুমারের গান গেয়ে মহান এই শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়।.এই উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান শিল্পী কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্য দান করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ,নিবন্ধক প্রদোসকিরণ নাথ, কলেজ উন্নয়ন পর্ষদের ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্য বিত্ত অধিকর্তা ডঃ শুভদীপ ধর।

স্বাগত ভাষণ দেন আনটিয়ার সম্পাদক ড: পিনাক কান্তি রায় । ২০০ জন সদস্য একইসঙ্গে কিশোর কুমারের সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ডঃ সুচিস্মিতা সিনহা ডঃ হিমাদ্রী শেখর দাস ,ড:মৌমিতা দাস অমিত দাস ডঃ রজত শর্মা আচার্য ,জয়শ্রী দে ,পারমিতা দাস ,ড: বিশ্বরঞ্জন রায় জগন্নাথ বর্মন,নির্মাল্যা শর্মারায় ড:মানজারি বর্মা ড: সৌরভ দে ডঃ মনোজ সিং হিরণময় মালাকার প্রদীপ কুমার সিনহা মিতালী ভট্টাচার্য অশোক রায় সাজিদ আহমেদ লস্কর রঞ্জিত দাস ডক্টর পিনাক পালি রায় সহ অন্যরা।

পল পল দিল কে পাস এবং কি উপহার সাজিয়ে দেব এই দুইটি গান অনুষ্ঠানে পরিবেশন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *