কে আর সি ইভিনিং ই পেপার

6 - মিনিট |

VOL. 1 ISSUE 108 | FRIDAY, 1 SEPTEMBER, 2023 শুক্রবার ,১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

হেডলাইন

১। ১০ মাস ও ৩ বছরের দুই সন্তানকে হত্যা করল মা

2। করিমগঞ্জ প্যাটেল নগরে ভয়ঙ্কর সড়ক দূর্ঘটনা, হত ১

3।লক্ষ্মীপুর এলাকা থেকে উদ্ধার হল ১কেজি ৬০০ গ্রাম হেরোইন,গ্রেফতার মহিলা পাচারকারী

১০ মাস ও ৩ বছরের দুই সন্তানকে হত্যা করল মা

শিলচর : দশ মাস ও তিন বছর বয়সী নিজের গর্ভজাত দুই অবুঝ সন্তানকে হত্যা করলেন মা আজমিরা বেগম লস্কর। এই নৃশংস ও ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হল সোনাই সমষ্টির হাতিখাল বাউরিকান্দি প্রথম খন্ড এলাকায়। শুক্রবার সকালেই এই ঘটনা পরিবারের নজরে আসে। কচুদরম পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে দুই সন্তানকে নিয়ে কম্বলের নিচে শুয়ে পড়েন মহিলা। পরিবারের লোকরা তাকে জাগাতে গেলে দেখতে পান তিনি দশ মাসের ফাতিমা বেগম লস্কর ও তিন বছরের রেজিনা বেগম লস্কর দুজনকে নিয়ে শুয়ে রয়েছেন। ডাকাডাকির পরও তিনি বিছানা থেকে উঠছেন না দেখে গায়ের কম্বল সরালে দেখা যায় মা এবং দুই সন্তানের কাপড় ভিজা রয়েছে এবং দুই অবুঝ শিশুর নিতর দেহ বিছানায় রয়েছে। এরপরই হাল্লা চিৎকার কান্নাকাটি শুরু হয় বাড়িতে। মহিলাকে ধরে নানান জিজ্ঞাসাবাদ শুরু করেন লোকরা।

স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি জানিয়েছেন, এক সময় মহিলা স্বীকার করে বলেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বললে তিনি সকাল ছয়টা নাগাদ দুই সন্তানকে পুকুরের জলে ডুবিয়ে হত্যা করে আবার ঘরে নিয়ে এসেছেন। তবে এই নৃশংস ও হৃদয়বিদারক ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা পুলিশি তদন্তে জনসমক্ষে বেরিয়ে আসবে বলে পঞ্চায়েত প্রতিনিধির ধারণা।

তিনি জানান, খবর ছড়িয়ে পড়ার পর কচুদরম পুলিশও বাড়িতে পৌছায় এবং মহিলা অর্থাৎ দুই সন্তানের মাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, আজমিরা বেগম বাউরিকান্দির রেবুল হক লস্করের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

VOL. 1 ISSUE 108 | FRIDAY, 1 SEPTEMBER, 2023 শুক্রবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

করিমগঞ্জ প্যাটেল নগরে ভয়ঙ্কর সড়ক দূর্ঘটনা, হত ১

করিমগঞ্জ : গতকাল রাত আনুমানিক তিন ঘটিকায় করিমগঞ্জের প্যাটেলনগরে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর সড়ক দূর্ঘটনাট।।সড়কের পাশে দাঁড়িয়ে থাকা AS01C 7188 নম্বরের একটি ১২ চাকার লরিতে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় TRO1AW 1713 নম্বরের অন্য একটি লরি আর এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালকের পাশের আসনে থাকা সহ চালক।

পরে দূর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে একটি ক্রেনক এবং জেসিবি লাগিয়ে মৃত ব্যক্তিটিকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যায়। এদিকে মৃত ব্যক্তির পরিচয় জানতে না পারায় পুলিশ মৃতদেহটি করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে রেখেছে বলে জানা গিয়েছে।

VOL. 1 ISSUE 108 | FRIDAY, 1 SEPTEMBER, 2023 শুক্রবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

লক্ষ্মীপুর এলাকা থেকে উদ্ধার হল ১কেজি ৬০০ গ্রাম হেরোইন,গ্রেফতার মহিলা পাচারকারী

শিলচর : অব্যাহত কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান,।উদ্ধার হল ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন।গ্রেফতার মহিলা। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশি অভিযানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ধরা পড়ছে মাদক সামগ্রী, সহ পাচারকারী। বৃহস্পতিবার এক অভিযানে আবারও বড়সড় সাফল্য পেলো কাছাড় পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে জেলার লক্ষ্মীপুর থানার লাবক এলাকায়র মিনা কুমারী শর্মা নামের মহিলার ঘরে হানা দেয় পুলিশ। অভিযানে মহিলার ঘর থেকে উদ্ধার হয় সন্দেহজনক হেরোইন ভর্তি ৫৮ সাবানের কৌটা।

এদিন মিনা কুমারীর সূত্রে পুলিশ আরও অন্যান্য জায়গায় হানাদিয়ে মোট ১০০ টি সাবানের কোঠায় ১ কেজি ৬০০ গ্রাম হেরুইন উদ্ধার করতে সক্ষম হয় । উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য ৭ কোটি টাকার অধিক হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন গ্রেফতার করা হয়েছে মিনা কুমারি শর্মাকে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন।

VOL. 1 ISSUE 108 | FRIDAY, 1 SEPTEMBER, 2023 শুক্রবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

শত কন্ঠে কিশোর কুমারকে শ্রদ্ধা আনটিয়ার

শিলচর : আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষকর্মচারী সংস্থা আনটিয়ার জয়ন্তী উপলক্ষে শত কণ্ঠে কিশোর কুমারের গান গেয়ে মহান এই শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়।.এই উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান শিল্পী কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্য দান করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ,নিবন্ধক প্রদোসকিরণ নাথ, কলেজ উন্নয়ন পর্ষদের ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্য বিত্ত অধিকর্তা ডঃ শুভদীপ ধর। স্বাগত ভাষণ দেন আনটিয়ার সম্পাদক ড: পিনাক কান্তি রায় ।

২০০ জন সদস্য একইসঙ্গে কিশোর কুমারের সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ডঃ সুচিস্মিতা সিনহা ডঃ হিমাদ্রী শেখর দাস ,ড:মৌমিতা দাস অমিত দাস ডঃ রজত শর্মা আচার্য ,জয়শ্রী দে ,পারমিতা দাস ,ড: বিশ্বরঞ্জন রায় জগন্নাথ বর্মন, নির্মাল্যা শর্মারায়, ড:মানজারি বর্মা, ড: সৌরভ দে ডঃ মনোজ সিং হিরণময় মালাকার প্রদীপ কুমার সিনহা মিতালী ভট্টাচার্য অশোক রায় সাজিদ আহমেদ লস্কর রঞ্জিত দাস ডক্টর পিনাক পালি রায় সহ অন্যরা।

VOL. 1 ISSUE 108 | FRIDAY, 1 SEPTEMBER, 2023 শুক্রবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

লোকসভায় লড়তে প্রস্তুত আবু সালেহ নজমুদ্দিন

করিমগঞ্জ : নিজ বাসভবনে আজ এক সাংবাদিক সন্মেলন করে বর্তমানে দেশে চলা রাজনীতি নিয়ে এবার মুখ খুললেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী আবু ছালেহ নজমুদ্দিন। তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে দেশের বিজেপি পরিচালিত সরকারের উপর জনগণ অসন্তুষ্ট বলে জানিয়েছেন।

তাছাড়া তিনি দলীয় মনোনয়ন পেলে ২০২৪ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও ইচ্ছা প্রকাশ করেন। তবে করিমগঞ্জ লোকসভা আসনটি সংরক্ষণ মুক্ত হওয়ায় সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা হটাৎ বেড়ে গেছে। পাশাপাশি অনেকেই স্বপ্নে প্রার্থীত্বের ডানা মেলতে দেখা যাচ্ছে। একই ভাবে ২০২৪ লোকসভা নিৰ্বাচনে সাংসদ হওয়ার আশায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন । দল তাকে মনোনয়ন দিলে তিনি ২৪ এর লোকসভা নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। অন্যদিকে তিনি বিজেপি ও এআইইউডিএফের সমালোচনা ও করেন। এখন দেখার বিষয় হচ্ছে দল কাকে লোকসভা নির্বাচনের জন্য টিকিট দিচ্ছে।

VOL. 1 ISSUE 108 | FRIDAY, 1 SEPTEMBER, 2023 শুক্রবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

শিলচরের রাধামাধব আখড়ায় প্রবল উৎসাহের মধ্য দিয়ে ঝুলন যাত্রা উৎসব সম্পন্ন

শিলচর : নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর বিলপারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামাধব জিউ আখড়ার পাঁচ দিবসীয় ঝুলন যাত্রা উৎসব সম্পন্ন হলো বৃহস্পতিবার। অগণিত ভক্তপ্রাণ মানুষ প্রবল উৎসাহ ও উদ্দীপণার মধ্য দিয়ে ঝুলন উৎসবে সামিল হন যা ছিল চোখে পড়ার মত। ভক্তিমূলক গান, রাধাকৃষ্ণ সাজো প্রতিযোগিতা, নৃত্যনাট্য, ঝুলন গান, বাউল গান ইত্যাদি সকলের মনকে আকৃষ্ট করে। 

পাঁচ দিবসীয় ঝুলন যাত্রা উৎসবের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে শ্রী শ্রী রাধামাধব জিউ আখড়ার সেবাইত অংশু কুমার রায় জানান, ১২৪৩ বাংলায় (১৮৩৬ ইং) রাধামাধব আখড়া স্থাপিত হওয়ার পর থেকে ঝুলন যাত্রা চলে আসছে। তিনি বলেন এবার উৎসবের মুহুর্তে রাধামাধবের যে পোশাক পরানো হয় তা পাঁচ দিন পাঁচটা থিমের উপর ছিল ।

তারমধ্যে প্রথম দিন ‘রাধাকুণ্ডে সুবল বেশে রাই মিলন’, দ্বিতীয় দিন ‘যমুনা পুলিনে গোষ্ঠ বিহার’,  তৃতীয় দিন ‘নিকুঞ্জে রাই রাজা’, চতুর্থ দিন ‘লবঙ্গ কুঞ্জে নটবর বেশ’ এবং পঞ্চম দিন অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিনের থিম ছিল ‘রাজ বেশ’ । 

অংশু বাবু আরও বলেন প্রতিদিন সন্ধ্যায় অগণিত ভক্তপ্রাণ মানুষ আখড়ায় উপস্থিত হয়ে নানা ধরণের কীর্তন, নৃত্যনাট্য, ঝুলন গান, বাউল গান ইত্যাদি উপভোগ করেন। শ্রী শ্রী রাধামাধবের অপার কৃপা যাতে সকলের উপর বর্ষিত হয় এবং সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠে এই কামনা করেন তিনি। প্রতিদিন দুপুরে ও রাত্রি বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভক্তপ্রাণ নাগরিকরা মহাপ্রসাদ গ্রহণ করেন বলে জানান সেবাইত অংশু কুমার রায়। 

উল্লেখ্য বৃহস্পতিবার ঝুলন যাত্রা উৎসবের অন্তিম দিনে সংগীত পরিবেশন করেন মনোরঞ্জন মালাকার, তন্দ্রা রায়, মঙ্গলা নাথ, মনিমিতা গোস্বামী ও সুমন দাস। যন্ত্র সংগীতে ছিলেন দিবাকর দাস, চন্দ্রশেখর দাস, তীর্থলাল দাস ও বিশ্বজিৎ দেব। তাছাড়াও পুষ্পাঙ্গণ সঙ্গীত কলাকেন্দ্রের শিশু শিল্পীরা অসাধারণ সংগীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ অনুপ কুমার রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কানাইলাল দাস, শিক্ষাবিদ ডঃ অসীমা রায়, ডঃ নিতু দেবনাথ, ডঃ নবনিতা দেবনাথ, আইনজীবী অঙ্কিতা ভট্টাচার্য্য প্রমুখ। 

VOL. 1 ISSUE 108 | FRIDAY, 1 SEPTEMBER, 2023 শুক্রবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *