শিলচর | ১০ মাস ও ৩ বছরের দুই সন্তানকে হত্যা করল মা

< 1 - মিনিট |

দুই সন্তানকে পুকুরের জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : দশ মাস ও তিন বছর বয়সী নিজের গর্ভজাত দুই অবুঝ সন্তানকে হত্যা করলেন মা আজমিরা বেগম লস্কর। এই নৃশংস ও ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হল সোনাই সমষ্টির হাতিখাল বাউরিকান্দি প্রথম খন্ড এলাকায়। শুক্রবার সকালেই এই ঘটনা পরিবারের নজরে আসে। কচুদরম পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে দুই সন্তানকে নিয়ে কম্বলের নিচে শুয়ে পড়েন মহিলা। পরিবারের লোকরা তাকে জাগাতে গেলে দেখতে পান তিনি দশ মাসের ফাতিমা বেগম লস্কর ও তিন বছরের রেজিনা বেগম লস্কর দুজনকে নিয়ে শুয়ে রয়েছেন।

ডাকাডাকির পরও তিনি বিছানা থেকে উঠছেন না দেখে গায়ের কম্বল সরালে দেখা যায় মা এবং দুই সন্তানের কাপড় ভিজা রয়েছে এবং দুই অবুঝ শিশুর নিতর দেহ বিছানায় রয়েছে। এরপরই হাল্লা চিৎকার কান্নাকাটি শুরু হয় বাড়িতে। মহিলাকে ধরে নানান জিজ্ঞাসাবাদ শুরু করেন লোকরা।

স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি জানিয়েছেন, এক সময় মহিলা স্বীকার করে বলেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বললে তিনি সকাল ছয়টা নাগাদ দুই সন্তানকে পুকুরের জলে ডুবিয়ে হত্যা করে আবার ঘরে নিয়ে এসেছেন। তবে এই নৃশংস ও হৃদয়বিদারক ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা পুলিশি তদন্তে জনসমক্ষে বেরিয়ে আসবে বলে পঞ্চায়েত প্রতিনিধির ধারণা।

তিনি জানান, খবর ছড়িয়ে পড়ার পর কচুদরম পুলিশও বাড়িতে পৌছায় এবং মহিলা অর্থাৎ দুই সন্তানের মাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, আজমিরা বেগম বাউরিকান্দির রেবুল হক লস্করের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *