দল তাকে মনোনয়ন দিলে তিনি ২৪ এর লোকসভা নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন
করিমগঞ্জ : নিজ বাসভবনে আজ এক সাংবাদিক সন্মেলন করে বর্তমানে দেশে চলা রাজনীতি নিয়ে এবার মুখ খুললেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী আবু ছালেহ নজমুদ্দিন। তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে দেশের বিজেপি পরিচালিত সরকারের উপর জনগণ অসন্তুষ্ট বলে জানিয়েছেন।
তাছাড়া তিনি দলীয় মনোনয়ন পেলে ২০২৪ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও ইচ্ছা প্রকাশ করেন।তবে করিমগঞ্জ লোকসভা আসনটি সংরক্ষণ মুক্ত হওয়ায় সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা হটাৎ বেড়ে গেছে। পাশাপাশি অনেকেই স্বপ্নে প্রার্থীত্বের ডানা মেলতে দেখা যাচ্ছে। একই ভাবে ২০২৪ লোকসভা নিৰ্বাচনে সাংসদ হওয়ার আশায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন । দল তাকে মনোনয়ন দিলে তিনি ২৪ এর লোকসভা নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। অন্যদিকে তিনি বিজেপি ও এআইইউডিএফের সমালোচনা ও করেন। এখন দেখার বিষয় হচ্ছে দল কাকে লোকসভা নির্বাচনের জন্য টিকিট দিচ্ছে।