করিমগঞ্জ প্যাটেল নগরে ভয়ঙ্কর সড়ক দূর্ঘটনা, হত ১

< 1 - মিনিট |

বৃহস্পতিবার রাত আনুমানিক তিন ঘটিকায় সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর সড়ক দূর্ঘটনাট

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

করিমগঞ্জ : বৃহস্পতিবার রাত আনুমানিক তিন ঘটিকায় করিমগঞ্জের প্যাটেলনগরে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর সড়ক দূর্ঘটনাট।।সড়কের পাশে দাঁড়িয়ে থাকা AS01C 7188 নম্বরের একটি ১২ চাকার লরিতে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় TRO1AW 1713 নম্বরের অন্য একটি লরি আর এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালকের পাশের আসনে থাকা সহ চালক।

পরে দূর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে একটি ক্রেনক এবং জেসিবি লাগিয়ে মৃত ব্যক্তিটিকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যায়। এদিকে মৃত ব্যক্তির পরিচয় জানতে না পারায় পুলিশ মৃতদেহটি করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে রেখেছে বলে জানা গিয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *