উল্লেখ্য পারিবারিক বিবাদের জেরে দুই শিশু কন্যাকে নিয়ে পুকুরে মরণঝাঁপ মায়ের
শিলচর : সোনাই হাতিখাল জিপির ভাউরিকান্দির অবাঞ্ছিত ঘটনায় স্ত্রী আজমিরা বেগমের বিরুদ্ধে মামলা করলেন স্বামী বেবুল হুসেন লস্কর। দুই শিশুকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন স্বামী বেবুল হোসেন। শনিবার কচুদরম থানা মামলা করেন তিনি। উল্লেখ্য পারিবারিক বিবাদের জেরে দুই শিশু কন্যাকে নিয়ে পুকুরে মরণঝাঁপ মায়ের।
সেই মা অর্থাৎ আজমিরা বেগম লস্করকে শিশু হত্যার দায়ে কচুধরম থানায় মামলা করলেন স্বামী । একদিকে সতিনের জ্বালা, অন্যদিকে স্বামীর গৃহ থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কায় দুই শিশু কন্যাকে নিয়ে পুকুরে মরণঝাঁপ দিয়ে আত্মহত্যার ব্যার্থ প্রয়াস করা গৃহবধু আজমিরা বেগমকে নিয়ে বিস্তারিত তুলে ধরেন তাঁর স্বামী।
KRC TIMES| Promotional