কে আর সি ইভিনিং ই পেপার

6 - মিনিট |

VOL. 1 ISSUE 110 | SUNDAY, 3 SEPTEMBER, 2023 – রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

হেডলাইন

1। দেড় কো‌টি টাকার গাঁজা বোজাই ও‌য়েল ট‌্যাঙ্কার আটক বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে, ধৃত চালক।।
2। বিদ্যুৎ সমস্যা নিয়ে আন্দোলনে আমার হুমকি আকসা নাগরিক সংসদ ও ইউটিডিসির
3। কমলাক্ষ বিরোধী মন্তব্য মন্ত্রী পীযূষের কুশপুতুল দাহ কংগ্রেসের

দেড় কো‌টি টাকার গাঁজা বোজাই ও‌য়েল ট‌্যাঙ্কার আটক বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে, ধৃত চালক

করিমগঞ্জ : ত্রিপুরা থে‌কে অ‌ভিনব কায়দায় অস‌মে নি‌ষিদ্ধ গাঁজা পাচার কর‌তে গি‌য়ে ও‌য়েল ট‌্যাঙ্কার বোজাই প্রায় দেড় কো‌টি টাকার গাঁজা সহ এক চালক ধরা পড়ল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি পু‌লি‌শের হা‌তে।

জানা গে‌ছে গোপন খব‌রের ভি‌ত্তি‌ত্বে র‌বিবার সকা‌লে চুরাইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ পো‌ষ্টের ইনচার্জ প্রণব মি‌লি দলবল নি‌য়ে নাকা চে‌কিং‌য়ে ত্রিপুরা থে‌কে অস‌মে প্রবেশ করা ভারত পেট্রলিয়াম সংস্থার এনএল(শূণ‌্য এক)এ‌জি(পাঁচ পাঁচ শূণ‌্য আট)নম্ব‌রের খা‌লি ও‌য়েল ট‌্যাঙ্কা‌রের ভিতর তল্লা‌শি কর‌লে গা‌ড়ি‌টির ভিতর থে‌কে একাত্তর প‌্যা‌কে‌টে এক হাজার চার`শ কু‌ড়ি কে‌জি শুক‌নো গাঁজা উদ্ধার হয়।

যার কা‌লোবাজারী মুল‌্য প্রায় দেড় কো‌টি টাকার মত হ‌বে ব‌লে জানা যায় ।এ‌তে আটক করা হয় ট‌্যাঙ্কার চালক‌কে।তার নাম মিঠুন সরকার।বা‌ড়ি ত্রিপুরায়।পু‌লিশ ধৃ‌তের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।ট‌্যাঙ্কার গা‌ড়ি‌টি ত্রিপুরার ষোল‌টি স্পেশাল নাকা চে‌কিং প‌য়েন্ট পে‌রি‌য়ে অস‌মের চুরাইবা‌ড়ি‌তে এ‌সে ধরা পড়ায় অ‌নে‌কে ত্রিপুরা পু‌লি‌শের সদার্থক ভু‌মিকা নি‌য়ে প্রশ্ন তোল‌তে শুরু ক‌রে‌ছেন।

VOL. 1 ISSUE 110 | SUNDAY, 3 SEPTEMBER, 2023 – রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

বিদ্যুৎ সমস্যা নিয়ে আন্দোলনে আমার হুমকি আকসা নাগরিক সংসদ ও ইউটিডিসির

শিলচর : চরম বিদ্যুৎ সঙ্কট , ট্রাফিক সমস্যা, জল সরবরাহের ভোগান্তি তথা শহর শিলচরে রাস্তাঘাটের বেহাল অবস্থার প্রতিবাদে সরব হয়ে মাঠে নামলো আকসা ও ইউটিডিসি।এদিন ওই দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা আয়োজিত হয় শিলচর প্রেস ক্লাবে।

আলোচনা সভায় সচিব শঙ্কর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, ইউটিডিসির সঞ্জীৎ দেবনাথ, সুকোমল দাস, জয়শ্রী নাথ, অনন্দিতা সাহা প্রমুখ এতদঞ্চলের জলজ্যান্ত সমস্যার পরও জনপ্রতিনিধিদের রহস্যকর ভূমিকার তীব্র ধিক্কার জানিয়ে বৃহত্তর আন্দোলনে নামার আবশ্যকতা রয়েছে বলে মত ব্যক্ত করেন আলোচনা সভায়।

নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয়ে জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের তীব্র নিন্দা বক্তারা।বরাক উপত্যকাকে পরিকল্পিত ভাবে পঙ্গু করে রাখা হচ্ছে বলে সরাসরি তোপ দাগেন শংকর দে।তাছাড়া পুলিশ প্রশাসনকে জনগণের সেবার বদলে রাজনৈতিক স্বার্থে জরিমানা সংগ্রহের কাজে ব্যবহার করছে রাজ্য সরকার বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি।

VOL. 1 ISSUE 110 | SUNDAY, 3 SEPTEMBER, 2023 – রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

কমলাক্ষ বিরোধী মন্তব্য মন্ত্রী পীযূষের কুশপুতুল দাহ কংগ্রেসের

কে আর সি : মন্ত্রী পীযুষ হাজারিকার পুত্তলিকা দাহ। যুব কংগ্রেসিরা দাহাক করলেন মন্ত্রী পীযুষ হাজারিকার কুষপুতুল। বিরোধী দলনেতা দেবব্রত সইকীয়া ও কমলাক্ষ দে পুরকায়স্থকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মন্ত্রী হাজারিকার কুসপুতুল দাহ করে যুব কংগ্রেসেরা।

বিজেপির মহিলা নিরাপত্তা নিয়ে বিরোধী দলপতি তথা জ্যেষ্ঠ কংগ্রেস নেতা দেবব্রত সইকিয়া মন্তব্যের প্রতি উত্তর দিতে গিয়ে, দেবব্রত শইকিয়া কে বিবস্ত্র করে দেওয়ার হুংকার প্রদান করেছেন মন্ত্রী হাজারিকা এমন অভিযোগ যুব কংগ্রেসীদের। মন্ত্রী হাজারিকার মন্তব্যের বিরোধিতা করে কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করে যুব কংগ্রেস।

অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দেপুরকায়স্থকে নিয়ে করা মন্ত্রী হাজারিকার মন্তব্যের তীব্র বিরোধিতা করে যুব কংগ্রেস। যুব কংগ্রেসিরা বলেন, কমলাক্ষ দেপুরকায়স্থ, রাজ্যে চলে আসা সেন্টিকেটের বিরুদ্ধে কথা বলাই, মন্ত্রী হাজারিকার গত্র দাহ। এদিন বিভিন্ন শ্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন যুব কংগ্রেসিরা। প্রতিবাদী যুব কংগ্রেসিরা শহরের রাজপথে মন্ত্রী পীযুষ হাজারিকার কুসপুতুল দাহ করেন।

আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে সামনে জাতীয় সড়কের উপরে মন্ত্রী পীযুষ হাজারিকার কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ কার্যসূচি পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংঘটনের কর্মকর্তারা।উল্লেখ্য, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের অতীত নিয়ে মিথ্যা অভিযোগ উত্থাপন করেন মন্ত্রী পীযুষ।

সমগ্র অসমের বাঙালি সহ অন্যান্যদের মধ্যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের আলাদা স্হিতি রয়েছে। বর্তমানে বিজেপি সরকারের বিরুদ্ধে অসম বিধানসভায় সর্বত্র সরকারের টুটি চেপে ধরেছেন। ফলে বিজেপি সরকার বিধায়ক কমলাক্ষকে ভয় পায় । আর এজন্যই মিথ্যা ও মনগড়া মন্তব্য করে বরাক তথা অসমীয়া সমাজের কাছে ছোট করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মন্ত্রী তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকা।অন্যদিকে প্রতিবাদকারীরা বলেন অতিসত্বর ক্ষমা চাইতে হবে মন্ত্রী পীযুষকে।

অন্যদিকে জানা যায়, বিধায়ক কমলাক্ষ মন্ত্রী পীযুষ হাজারিকার সিন্ডিকেট নিয়ে কথা বলায় মন্ত্রী পীযুষের আতে ঘা লেগেছে। তাই কমলাক্ষের মুখ বন্ধ করতেই পীযুষের এই অপচেষ্টা বলেন তাপস পুরকায়স্থ ও সন্দীপ নন্দী সহ প্রতিবাদকারীরা।

VOL. 1 ISSUE 110 | SUNDAY, 3 SEPTEMBER, 2023 – রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

লোকসভায় “ইন্ডিয়া “কে সমর্থন ,পঞ্চায়েতে একাই লড়বে আপ, জানালেন উমাপতি রোয়াং

শিলচরে আপের স্থায়ী অফিসের উদ্বোধন

শিলচর : শিলচরে শক্তপোক্তভাবে নিজেদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আম আদমি পার্টি। বহুদিন থেকে এখানে এই দলের সমর্থক ও সদস্যরা কাজ করে যাচ্ছেন। কিন্তু এতদিন এরা নির্দিষ্ট মঞ্চের আওতায় আসেননি। একে অন্যের পেছনে লেগে সময় কাটিয়ে দিয়েছেন। কিন্তু এখন পরিকল্পনা মাফিক আপ নেতৃত্ব এগুচ্ছে। এই প্রথম স্থায়ী অফিস দিয়ে যাত্রা শুরু হল।

একইসঙ্গে আম আদমি পার্টির রাজ্যস্তরের নেতারা জানালেন তাদের অবস্থানের কথা।আগামী পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি একাই লড়বে। এ কথা ঘোষণা করেন আম আদমি পার্টির আসাম রাজ্য সংগঠক জয়ন্ত শইকিয়া। আজ শিলচরে আম আদমি পার্টির স্থায়ী অফিস উদ্ভোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন করবে।

কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কোন ধরনের সমঝোতা হচ্ছে না ।এখানে আপ একাই লড়বে ও প্রার্থী দেবে । ইন্ডিয়া জোটকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেটা উল্লেখ করে তিনি বলেন আম আদমি পার্টি দেশের সব জায়গায় ইন্ডিয়া জোটের প্রার্থীকে জেতাতে সাহায্য করবে।

তবে পরবর্তীতে বিধানসভায় কোন ঐক্য যদি না হয় তাহলে একাই লড়বে। উপস্থিত দলের কর্মীদের তিনি একটা কথা জানিয়ে দেন যে, পঞ্চায়েত নির্বাচনে কোন দলের সঙ্গে সমঝোতা হচ্ছে না। তাই এখানে আম আদমি পার্টি একাই নির্বাচন লড়বে।

অতএব দলের কর্মীদের পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি আহ্বান জানান। তিনি বলেন,অসমে আপের রাজনীতির ক্ষেত্রে টার্নিং পয়েন্টটা হচ্ছে গুয়াহাটি পুর নিগমের নির্বাচন। গুয়াহাটির পুর নিগম নির্বাচনে কংগ্রেসের মত একটি পুরনো দলকে পেছনে ফেলে আপ দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটা নতুন একটা দলের জন্য বড় সাফল্য। উল্লেখ করেন জয়ন্ত শইকিয়া।

সভায় উপস্থিত ছিলেন উত্তর পূর্বে দায়িত্বপ্রাপ্ত উমানন্দ রোয়াং । তিনি বলেন সারা দেশব্যাপী যে জোট গঠিত হয়েছে সেই জোটের পক্ষেই আপ আসামে তার কাজ করে যাবে। অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থীদের তারা সমর্থন জানাবে। তিনি আম আদমি পার্টির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টি যেটা করেছে সেটা একটা মডেল হিসেবে চিহ্নিত। অবশ্য আসামে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার চাইতে এখন যা পরিস্থিতি তাতে বিদ্যুৎ সবসময় দিতে পারলে সেটাই হবে বড় প্রতিশ্রুতি ।

এদিন আপের স্থায়ী অফিসের উদ্বোধন হলো তারাপুরের ইএন ডি কলোনির মোড়ে। আপের কাছাড় জেলা কমিটির কার্যকারী সভাপতি শুভ্রাংশু শেখর নাথ বলেন, তিনি আপের স্থায়ী অফিসের জমি দান করবেন। আপকে শক্তিশালী করতে তিনি কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান।

বর্তমান পরিস্থিতিতে একমাত্র আপই বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।কাছাড় জেলায় আপের সংগঠন দ্রুত বিস্তার লাভ করবে বলে মন্তব্য করেন দলের জেলা সভাপতি দেবাশীষ চক্রবর্তী। এদিন অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন দেবাংশু চৌধুরী, আপের শিলচর ও সোনাইয়ের দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর দেবাশীষ দেব ও অন্যান্যরা। সভায় বিভিন্ন বক্তা আপকে কাছাড়ে শক্তিশালী করার আহ্বান জানান।

VOL. 1 ISSUE 110 | SUNDAY, 3 SEPTEMBER, 2023 – রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটির সভা

শিলচর : শিলচরের অগ্রগণ্য সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটির সভা রবিবার সংস্থার পিডাব্লুডি রোডস্থিত অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ডঃ অনুপ কুমার রায়ের পৌরহিত্যে আয়োজিত এদিনের সভায় আগন্তুক কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এগুলি বাস্তবায়নে রণকৌশল স্থির করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সংস্থার বরিষ্ঠ সদস্য যথাক্রমে শ্যামলি কর ভাওয়াল, সুদর্শন ধর ও সুপ্রতীম দত্তরায়কে নতুন করে সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। সভায় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ডঃ অনুপ কুমার রায়, কার্যকরী সভাপতি রসরাজ দাস, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস প্রমুখ। 

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপ-সভাপতি পিনাকপাণি নাথ, সহ সাধারণ সম্পাদিকা ঝিমলি নাথ, কোষাধ্যক্ষ শ্যামল নাথ, প্রচার সম্পাদক কমলেশ দাশ, যুগ্ম সম্পাদিকা অঙ্কিতা ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন। 

VOL. 1 ISSUE 110 | SUNDAY, 3 SEPTEMBER, 2023 – রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

KRC TIMES | Promotional

Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *