সাংসদ কৃপা নাথ মালাহ র এই দাবি বিবেচনার আশ্বাস রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
করিমগঞ্জ : রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে গুয়াহাটি থেকে দূর্লভছড়া ও গুয়াহাটি থেকে ভৈরবী পর্যন্ত সরাসরি ট্রেন চালানোর দাবির বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগ কে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। লোক সভার সদস্য কৃপা নাথ মালাহ মন্ত্রীর কাছে গুয়াহাটি থেকে নিউ করিমগঞ্জ ও বারৈগ্রাম হয়ে দূর্লভছড়া পর্যন্ত এবং গুয়াহাটি থেকে কাটাখাল ও হাইলাকান্দি হয়ে ভৈরবী পর্যন্ত দুটি ট্রেন চালানোর দাবি জানিয়েছিলেন। এর উত্তরে রেল মন্ত্রী মালাহ কে এক চিঠিতে একথা জানান।
এদিকে রেলের জেডআরইউসিসির প্রাক্তন সদস্য বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও সব্যসাচী দে জানান যে এবিষয়ে এখনও রেল বোর্ডের পক্ষ থেকে কোন সিদ্ধান্তের কথা জানানো হয়নি l