এতে আটক করা হয় ট্যাঙ্কার চালককে
করিমগঞ্জ : ত্রিপুরা থেকে অভিনব কায়দায় অসমে নিষিদ্ধ গাঁজা পাচার করতে গিয়ে ওয়েল ট্যাঙ্কার বোজাই প্রায় দেড় কোটি টাকার গাঁজা সহ এক চালক ধরা পড়ল বাজারিছড়ার চুরাইবাড়ি পুলিশের হাতে।
জানা গেছে গোপন খবরের ভিত্তিত্বে রবিবার সকালে চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের ইনচার্জ প্রণব মিলি দলবল নিয়ে নাকা চেকিংয়ে ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা ভারত পেট্রলিয়াম সংস্থার এনএল(শূণ্য এক)এজি(পাঁচ পাঁচ শূণ্য আট)নম্বরের খালি ওয়েল ট্যাঙ্কারের ভিতর তল্লাশি করলে গাড়িটির ভিতর থেকে একাত্তর প্যাকেটে এক হাজার চার`শ কুড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।
যার কালোবাজারী মুল্য প্রায় দেড় কোটি টাকার মত হবে বলে জানা যায় ।এতে আটক করা হয় ট্যাঙ্কার চালককে।তার নাম মিঠুন সরকার।বাড়ি ত্রিপুরায়।পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।ট্যাঙ্কার গাড়িটি ত্রিপুরার ষোলটি স্পেশাল নাকা চেকিং পয়েন্ট পেরিয়ে অসমের চুরাইবাড়িতে এসে ধরা পড়ায় অনেকে ত্রিপুরা পুলিশের সদার্থক ভুমিকা নিয়ে প্রশ্ন তোলতে শুরু করেছেন।
KRC TIMES | Promotional