VOL. 1 ISSUE 111 | WEDNESDAY, 6 SEPTEMBER, 2023 – বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
হেডলাইন
1 – শিলচর ও এন জিসিকে ফের ফরওয়ার্ড বসে অবনমন, সবকিছু এখন জোরহাটের নিয়ন্ত্রনে
2 – ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলো শিলচর কয়োমবটোর এক্সপ্রেস
3 – কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, বিমান থেকে নামিয়ে দেওয়া হল কৈবর্ত নেতা সুজিত সহ ১১ জনকে
শিলচর ও এন জিসিকে ফের ফরওয়ার্ড বসে অবনমন, সবকিছু এখন জোরহাটের নিয়ন্ত্রনে
শিলচর : শিলচর ওএনজিসিতে পাঁচগ্রাম কাগজ কলের মত অবস্থায় ঠেলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। এর উদাহরণ ফুটে উঠেছে গত ৩১আগস্ট দিল্লিতে ও এনজিসির উচ্চস্তরিও এক সভায় ৭ নম্বর এজেন্ডায় শিলচর ও এন যীশির সঙ্গে দিল্লির সংযোগ কেটে ক্ষমতা কর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এ নিয়ে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন ট্রেড ইউনিয়ন অফ ওয়ার্কার্স সাধারণ সম্পাদক অশোক বৈদ্য ।
তিনি বুধবার জানিয়েছেন অনেক সংগ্রামের পর ২০১৭ সালে শিলচর ওএনজিসি এসেট কার্যালয়ে উন্নীত হয়েছিল দিল্লির সঙ্গে সরাসরি সংযুক্ত করে দেওয়া হয়েছিল শিলচর ওএনজিসিকে টানা ১০ বছরের সংগ্রামে যে দাবি আদায় করা হয়েছিল তা পুনরায় খর্ব করা হচ্ছে দুষ্টচক্রের ষড়যন্ত্রে দিল্লির সঙ্গে সংযুক্ত কেটে জোরহাটের সঙ্গে পুনরায় সংযোগ করে দেওয়া হচ্ছে যা এ সেট কার্যালয় থেকে অবনতি ঘটে ফরোয়ার্ড বেস হয়ে যাচ্ছে আগের মত ।
এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বরাক উপত্যকার জনতা সহযোগিতা চেয়েছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আগামী দিনে ওএনজিসি কাগজ কলের মত অবস্থা হয়ে যাবে বৃহস্পতিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকফরে আছেন সেই সফরের দিনে শিলচরের ওএনজজেসির ক্ষমতা খর্ব করে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পুন বিবেচনা করার জন্য আরজি জানানোর জন্য বরাক উপত্যকাবাবাসীর কাছে বিনম্র অনুরোধ জানিয়েছেন ট্রেড ইউনিয়ন অফ ওএনজিসি ওয়ার্কার্স সাধারণ সম্পাদক অশোক বৈদ্য ।
VOL. 1 ISSUE 111 | WEDNESDAY, 6 SEPTEMBER, 2023 – বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলো শিলচর কয়োমবটোর এক্সপ্রেস
শিলচর : ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। শিলচর কয়োমবটুর এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে বড়খলা চন্দ্রনাথপুর স্টেশনে। দুর্ঘটনাগ্রস্থ তামিলনাডু অভিমুখী যাত্রীবাহী ট্রেন টি ছিল। বৈদ্যুতিক তার ছেড়ে ট্রেনের চাকায় ফেসে গিয়েছিল, যার ফলে প্রায় ৪ ঘন্টা বন্ধ ছিল ট্রেন টি।
তামিলনাডু অভিমুখী শিলচর কয়োমবটুর এক্সপ্রেস টি গতকালকের সন্ধ্যা শিলচর স্টেশন থেকে যাত্রা আরম্ভ করেছিল কিন্তু রাত্রে চন্দ্রনাথপুর স্টেশনস্টেশন পাওয়ার আগেই ঘটে ঘটনা । নির্মীয়মান বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে ট্রেনের চাকায় পড়ে যায় তারের সাথে একাধিক বৈদ্যুতিক খুটি বেঙ্গে পড়ে ট্রেনের উপরে । ফলের সঙ্গে সঙ্গে ট্রেনটি বন্ধ হয়ে যায় ।
ঘটনার সঙ্গে সঙ্গে যাত্রীবাহীর মধ্যে হলোস্থুল পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে বদরপুর জংশন থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকারী দল। চার ঘন্টা চেষ্টার পরে ছিড়ে যাওয়া বৈদ্যুতিক লাইন এর তাঁর সমূহ উদ্ধার করা হয় । পরে রাত্রে ট্রেনটি আবার যাত্রা শুরু করে । উল্লেখ্য বদরপুর লামডিং বৈদ্যুতিক লাইন ট্রেন চলাচলের ভাবে সংস্থাপন এর কাম চলছে বিগত কয়েকদিন থেকে ।
VOL. 1 ISSUE 111 | WEDNESDAY, 6 SEPTEMBER, 2023 – বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, বিমান থেকে নামিয়ে দেওয়া হল কৈবর্ত নেতা সুজিত সহ ১১ জনকে
শিলচর : কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, বিমান থেকে নামিয়ে দেওয়া হল কৈবর্ত উন্নয়ন পরিষদ নেতা সুজিত সহ ১১ জন সহযোগী। ।ফের বিতর্কিত কারণে সংবাদ শিরোনামে কৈবর্ত উন্নয়ন পরিষদ নেতা সুজিত দাস চৌধুরী। কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের দরুণ কলকাতাগামী বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। অন্য আরও এগারোজনকে নিয়ে কলকাতা যাওয়ার কথা ছিল সুজিতের।
অ্যালাএঞ্জ এয়ারলাইন্স নামের এক বিমানে চাপেন তিনি। সঙ্গে ছিলেন তার আরও ১১ জন সহযোগী। বিমানে উঠার পর স্মার্টফোনে কথা বলতে থাকেন সুজিত। ক্রু মেম্বার সহ বিমানসেবিকারা তাকে বারবার মোবাইল ফ্লাইটমোড করার আর্জি জানান। কিন্তু এতে কর্ণপাত না করে উল্টো বিমানকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুজিতরা।
এদিকে সুজিত জানান, সুজিত জানিয়েছেন, বিমানে উঠে তিনি দেখেন বহু সিট ভাঙ্গা এবং ভিতরে এসি চলছিল না। তিনি বলেন, ‘বহু বিমানে বিভিন্ন জায়গায় আগে শহর করেছি, তবে এতটা খারাপ অবস্থা কখনো দেখিনি। আমি এয়ার হোস্টেস এবং বিমানের কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম। তারা আমার কথায় পাত্তা দেননি।
এবং নিজেদের সুরক্ষার কথা ভেবে নিজেই বিমান থেকে নেমে এসেছি। পরবর্তীতে পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকদের কাছে কথাগুলো তুলে ধরেছি। সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার বিমানবন্দরের পক্ষ থেকে করা হচ্ছে, সেটা মেনে নেওয়া ঠিক হবে না, তাই জনগণের স্বার্থে কথাগুলো বলেছি।’
VOL. 1 ISSUE 111 | WEDNESDAY, 6 SEPTEMBER, 2023 – বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
৫১না ৭১ ভিত্তিবর্ষ, ২০ সেপ্টেম্বর শুনানি শুরুর নোটিশ সুপ্রিম কোর্টের
হিন্দু উদ্বাস্তুদের ভাগ্য জড়িত এই মামলায়
শুভ্রকান্তি ভট্টাচার্য
শিলচর : বিদেশি নাগরিক বাছাইয়ে ভিত্তি বর্ষ নিয়ে মামলা এবার নতুন মোড় নিল।আগামী ২০ সেপ্টেম্বর অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়ে যে মামলা সেটার শুনানি প্রক্রিয়া শুরু হবে। আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি নোটিশ জারি করে এই আদেশ দেওয়া হয়েছে । এই মামলার জন্য ডিভিশনাল বেঞ্চে আছেন প্রধান বিচারপতি বিএস চন্দচুড়, বিচারপতি এএস বপান্না, বিচারপতি এম এম সুন্দরেশ, বিচারপতি জেবি পারডিওয়াল।
সামাজিক সংগঠন পাবলিক ওয়ার্কসের দায়ের করা এই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট যে শুনানি গ্রহণের আদেশ দিয়েছে সেটা নানা কারণে তাৎপর্যপূর্ণ। ১৯৫১ সাল না ১৯৭১ সাল ভিত্তি বর্ষ হবে এটা এটা নিয়ে আদালত বিভিন্ন পক্ষের বক্তব্য গ্রহণ করবে। পিপল ওয়ার্কস ১৯৫১ সালকে ভিত্তি বর্ষ চেয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকার ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে মেনে নিয়েছে কারণ ১৯৭১ সালকে ভিত্তি করে আসাম চুক্তি হয়েছিল। রাজ্য ও কেন্দ্রীয় সরকার ৭১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে মেনে নিয়েছে।
যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার বলেছেন যে তার সরকার বাধ্য হয়ে ১৯৭১ কে সমর্থন করছে। কিন্তু তার নিজস্ব মতামত হলো ১৯৫১ সাল কে ভিত্তি বর্ষ করা হোক। ৫১ সালের পর বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে যেসব হিন্দুরা দেশে এসেছেন তাদের সিএএ র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে । এটাও তিনি বলেছেন।সেই হিসাবে সুপ্রিম কোর্টে আসাম সরকার কি অবস্থান নেয় সেটা লক্ষনীয়।
কারণ একবার যদি ১৯৫১ সাল ভিত্তিবর্ষ হয়ে যায় তাহলে হিন্দু উদ্বাস্তুদের অবস্থা শোচনীয় হবে। যেখানে নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে আইন হয়ে পাস হয় ।এরপরে রাষ্ট্রপতি স্বাক্ষর করার প্রায় তিন বছর হয়ে যাচ্ছে। এখনো এই আইন কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে একবার যদি ১৯৫১ সাল ভিত্তিবর্ষ কার্যকর হয়ে যায় তাহলে উদ্বাস্তু বাঙালি হিন্দুরা সমস্যায় পড়বেন।
অতএব সাম্প্রতিক প্রেক্ষাপটে আগামী ২০ তারিখ থেকে যে শুনানি প্রক্রিয়া শুরু হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকটি সংগঠন অবশ্য ১৯৭১ সালের পক্ষে হলফনামা জমা দিয়েছে। এই মামলা নানা কারণে পিছিয়ে পড়েছে গত এক বছর থেকে। আজ সুপ্রিম কোর্ট একটি নোটিশ জারি করে এই মামলার শুনানি প্রক্রিয়ার দিন ধার্য করেছে। এটা অবশ্যই উদ্বাস্তু বাঙালি হিন্দুদের জন্য একটা উদ্বেগের খবর।
কারণ আইনি প্রক্রিয়ায় ১৯৫১ সাল কে প্রতিরোধ করা না গেলে এবং যদি কোন ভাবে ৫১ সালের পক্ষে আদালতের রায় হয়ে যায়। তাহলে লক্ষ লক্ষ বাঙালি উদ্বাস্তু হিন্দু সমস্যায় পড়বেন। অনেকেই ১৯৫১ সালের পরে এসেছেন। ১৯৭১ সালে তেমন সমস্যা হতো না। তাই এখন অনেকটাই এই মামলা নির্ভর করছে রাজ্য সরকার সর্বশেষ কি হলফনামা সুপ্রিম কোর্টের কাছে জমা করে সেটার উপর।
VOL. 1 ISSUE 111 | WEDNESDAY, 6 SEPTEMBER, 2023 – বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে অস্বীকার, স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে স্ত্রী
কাটিগড়া : নিজের স্ত্রীকে পরপুরুষের সঙ্গে কুকান্ড করার প্রস্তাব দিয়েছিল পাষন্ড স্বামী। কিন্তু রাজি না হওয়ায় স্বামীর অমানবিক অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে চার অবুঝ সন্তান নিয়ে গুমড়া পাইকানে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হতভাগ্য সিয়ারা বেগম নামের মহিলা । দুয়ারে দুয়ারে ভিক্ষা করে অবুঝদের কোনমতে প্রাণ রক্ষা করছেন মা । জানা গেছে কাটিগড়ার লেভারপুতা প্রথম খন্ডের আনই মিয়ার ছেলে কবির উদ্দিনের সঙ্গে ধর্মীয় বিধি-বিধান মতে ২০১৩ সালে বিয়ে হয় সিয়ারা বেগমের ।
পিয়ারার দেওয়া বয়ান মতে কাটিগড়া সিদ্ধিপুরের ফিসারী রক্ষণাবেক্ষণ করার জন্য কবিরকে মাসমাইনে চুক্তি করে সেখানে নিয়ে যান জনৈক কালাম নামের ব্যাক্তি। কবির তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে সেখানেই থেকে ফিসারির কাজ করতে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে কালাম কু মতলব চরিতার্থ করার জন্য সিয়ারার স্বামীকে হাতিয়ার হিসাবে বেছে নেয়। কবিরও মালিকের কথা অনুযায়ী স্ত্রীকে কালামের সঙ্গে রাত্রিবাস করতে চাপ সৃষ্টি করে। কিন্তু মতলব হাসিল হয়নি।
সিয়ারা তার সম্ভ্রম রক্ষার দায়ে সব ত্যাগ করে অবুঝদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়ে স্বামীর বিরুদ্ধে শিলচর আদালতে মামলা দায়ের করেন। স্ত্রী সিয়ারা জানান স্বামী কবির দ্বিতীয় বিবাহ করে সেখানেই রয়েছে। স্ত্রীর খোঁজখবর নেওয়া তো দূরের কথা নিজের সন্তানদের খোঁজখবর নিচ্ছেন না। তাই উপায় না পেয়ে বাবার বাড়ীতে থেকে ভিক্ষা করে সন্তানদের প্রতিপালন করতে বাধ্য হচ্ছেন সিয়ারা বেগম ।
VOL. 1 ISSUE 111 | WEDNESDAY, 6 SEPTEMBER, 2023 – বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
KRC TIMES | Promotional
Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com