শিলচর ও এন জিসিকে ফের ফরওয়ার্ড বসে অবনমন

< 1 - মিনিট |

সবকিছু এখন জোরহাটের নিয়ন্ত্রনে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর ওএনজিসিতে পাঁচগ্রাম কাগজ কলের মত অবস্থায় ঠেলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। এর উদাহরণ ফুটে উঠেছে গত ৩১আগস্ট দিল্লিতে ও এনজিসির উচ্চস্তরিও এক সভায় ৭ নম্বর এজেন্ডায় শিলচর ও এন যীশির সঙ্গে দিল্লির সংযোগ কেটে ক্ষমতা কর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এ নিয়ে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন ট্রেড ইউনিয়ন অফ ওয়ার্কার্স সাধারণ সম্পাদক অশোক বৈদ্য ।

Advertisement | InfoCom Solutions
Follow Us

তিনি বুধবার জানিয়েছেন অনেক সংগ্রামের পর ২০১৭ সালে শিলচর ওএনজিসি এসেট কার্যালয়ে উন্নীত হয়েছিল দিল্লির সঙ্গে সরাসরি সংযুক্ত করে দেওয়া হয়েছিল শিলচর ওএনজিসিকে টানা ১০ বছরের সংগ্রামে যে দাবি আদায় করা হয়েছিল তা পুনরায় খর্ব করা হচ্ছে দুষ্টচক্রের ষড়যন্ত্রে দিল্লির সঙ্গে সংযুক্ত কেটে জোরহাটের সঙ্গে পুনরায় সংযোগ করে দেওয়া হচ্ছে যা এ সেট কার্যালয় থেকে অবনতি ঘটে ফরোয়ার্ড বেস হয়ে যাচ্ছে আগের মত ।

এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বরাক উপত্যকার জনতা সহযোগিতা চেয়েছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আগামী দিনে ওএনজিসি কাগজ কলের মত অবস্থা হয়ে যাবে বৃহস্পতিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকফরে আছেন সেই সফরের দিনে শিলচরের ওএনজজেসির ক্ষমতা খর্ব করে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পুন বিবেচনা করার জন্য আরজি জানানোর জন্য বরাক উপত্যকাবাবাসীর কাছে বিনম্র অনুরোধ জানিয়েছেন ট্রেড ইউনিয়ন অফ ওএনজিসি ওয়ার্কার্স সাধারণ সম্পাদক অশোক বৈদ্য ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *