বামপন্থীদের কথায় পৃথক রাজ্য হবে না বললেন মুখ্যমন্ত্রী
শিলচর : বামপন্থীদের কথায় পৃথক রাজ্য হবে না ।জনগণ চাইলে অবশ্যই ব রাক পৃথক হতে পারবে ।আর শিলচরে এসে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন কয়েকজন বামপন্থী মানুষ শুধু রাজ্য চাইলেই সেটা তো হতে পারে না। বরাকের মানুষ সবাই যদি মনে করেন যে আসাম থেকে পৃথক হয়ে যেতে তবে অবশ্যই সেটা হবে।
আজ শিলচরে পৌঁছে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ঘাটের সেতু বাদ্রি সেতু ও বরাখাই গ্রান্টে ডিসি অফিসের কাজের শিলান্যাস করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি বরাক উপত্যকার দুটি লোকসভা আসনে এখনো প্রার্থী ঠিক করেনি। তবে তিনি নিশ্চিত এই দুটি আসনে তার দল জয় লাভ করবে।
শিলচর পুর কর্পোরেশনের নির্বাচন হবে কিনা এ নিয়ে এর প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন , এখানকার মন্ত্রী এম এল এরা চাইলে তিনি এখনই নির্বাচন করিয়ে নিতে পারবেন। এদিনের সভায় অনুপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায় ।
তাই এই বিষয়টা নিয়ে সকাল থেকে চর্চা চলছিল সাংবাদিক মহলে। এক প্রশ্নের জবাবের মুখ্যমন্ত্রী বলেন সাংসদের স্ত্রী অসুস্থ তাই তিনি আসতে পারেননি। তার সঙ্গে সংসদের কথা হয়েছে সংসদের জন্মদিনের অতিথি শুভেচ্ছা জানিয়েছেন। এখানে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা সবার নজর করেছে সেটা হল মুখ্যমন্ত্রী প্রাক্তন বিধায়ক দিলীপ পাল কে মঞ্চে ডেকে নিয়ে আসেন এবং তিনি নিজে ঘোষণা করেন দিলীপ পালবিজেপিতে ফিরছেন। দিলীপ পালকে তিনি এক রত্ন হিসেবে আখ্যায়িত করেন।
KRC TIMES | Promotional