এই ট্রেন পরিষেবাগুলি বৃদ্ধি করার ফলে এই রুটগুলিতে চলাচলকারী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন
মালিগাঁও : উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে ট্রেন নং. ০১৬৬৬/০১৬৬৫ (আগরতলা- রানি কমলাপতি-আগরতলা) স্পেশাল ট্রেন এবং ট্রেন নং. ০৫৬৯৫/০৫৬৯৬ (আগরতলা-শিলচর- আগরতলা) ট্রেনের পরিষেবা ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই ট্রেনগুলি পরিষেবার বিদ্যমান দিন, সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে চলাচল করবে। সেই অনুযায়ী, ট্রেন নং. ০১৬৬৫ (রানি কমলাপতি-আগরতলা)স্পেশাল ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার করে চলাচল করবে এবং এর পরিষেবা ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) স্পেশাল ট্রেনটি প্রত্যেক রবিবার করে চলাচল করবে এবং এর পরিষেবা ০৩ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, ট্রেন নং. ০৫৬৯৫/০৫৬৯৬ (আগরতলা-শিলচর-আগরতলা) ট্রেনটির চলাচল উভয় দিক থেকে ২১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার ও শনিবার করে চলাচল করবে।
এই ট্রেন পরিষেবাগুলি বৃদ্ধি করার ফলে এই রুটগুলিতে চলাচলকারী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
KRC TIMES | Promotional