ডিমাহাচাও জেলার ডিমেরক্র গ্রামে সামগ্রী বিতরণ

< 1 - মিনিট |

এগুলো বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান রানু লাঙথাসা

প্রকৃতি নিউজ কনসার্ন

হাফলঙ – জেলা সদর থেকে নব্বই কিলো মিটার দূরবর্তী ডিগেরক্রো গ্রামে গত শুক্রবার গ্রাম বাসীদের মধ্যে বেশ কিছু সামগ্রী বন্টন করা হয়েছে. । সামগ্রী গুলো আনুষ্ঠানিক ভাবে বন্টন করেন ডিমা হাচাও স্বাশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান রানু লাঙথাসা। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল পলিথিন পাইপ, স্প্রে মেশিন, চেয়ার ও কাপড় বোনার সূতা। এদিনের অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী অজয় চক্রবর্তী ও বিজেপির কর্ম কর্তা গন। উল্লেখ্য যে ডিগেরক্রো গ্রামটি জেলা পরিষদ আসনের সেমকর কেন্দ্রের অধীনস্থ এবং এই আসন টি থেকে লাঙথাসা একজন জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত।

KRC TIMES | Promotional

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *