দুস্থ দের মধ্যে বস্ত্র বিতরণ সহ গুনীজনদের সম্বর্ধনা
শিলচর – ভারতী সমাজ কল্যাণ পরিষদের ষষ্ঠ পূর্তি উপলক্ষ্যে রবিবার উধারবন্দে একটি বস্ত্র বিতরণী ও সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। এতে বরিষ্ঠ সাংবাদিক ও সোসিয়াল এক্টিভিস্ট হারাণ দে কে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এবং সাংবাদিক শিবাশিস চক্রবর্তি কে মূখ্য বক্তা হিসেবে সম্বর্ধনা জানানো হয়। এছাড়া আরও যাদের সম্বর্ধনা জানানো হয় এরা হলেন সমাজসেবী শ্যামা পদ রায়, অহরহ পত্রিকার সম্পাদক আব্দুল হাই লস্কর, বিপ্লব পাল চৌধুরী সাহিদ আহমেদ লস্কর রাজু দে ও বারীন্দ্র কুমার দাস প্রমুখ ।উদ্যোক্তার পক্ষ থেকে মহিম উদ্দিন লস্কর ও আয়াজ উদ্দিন লস্কর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দুস্থ দের মধ্যে বস্ত্র বিতরণ সহ একটি সাংস্কৃতিক কার্যক্রমেরও আয়োজন করা হয়।
KRC TIMES | Promotional