তিনি এত দিন কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে ছিলেন
গুয়াহাটি – আইপিএস অফিসার মুন্না প্রসাদ গুপ্তাকে পুলিশ হেড কোয়ার্টারসে অতিরিক্ত সঞ্চালক প্রধান (সি আই ডি) পদে নিযুক্তি দেওয়া হয়েছে। গুপ্তা এতদিন কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে ছিলেন। উল্লেখ্য যে বছর কয়েক আগে তিনি গুয়াহাটিতে পুলিশ কমিশনার ছিলেন। অনেক বছর আগে গুপ্তা শিলচরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেন।