শিলচরের কনকপুর এলাকার শরৎপল্লীতে মোমবাতি তৈরির প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপন

2 - মিনিট |

কনকপুরে মোমবাতি তৈরির বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন আরডিএস‌এস‌ও এর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বরাক উপত্যকার অগ্ৰনী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরেল ডেভলাপমেন্ট অ্যান্ড স্যোসাল সার্ভিস অরগেনাইজেশন (আরডিএস‌এস‌ও ) এর উদ্যোগে এবং সাইন্স ফর স্যোস্যাল ওয়েলফেয়ার আসাম ও বরাক রুরেল ডেভলাপমেন্ট অ্যান্ড স্যোসাল সার্ভিস ফোরাম এর সহযোগীতায় কাছাড় জিলার শিলচর ব্লক এলাকার শরৎপল্লীতে মোমবাতি তৈরির উদ্যমি মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালায় ব্যাপক সাড়া ফেলেছে।

এই প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরসেটি কাছাড়ের সার্টিফায়েড ডমেন স্কিল ট্রেইনার শ্রী এম আর বড়ভুইয়া। প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় আত্মসহায়ক দলের কর্মীদের সাবলম্বি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে পনেরো জন মহিলা অংশ নিয়েছেন। তিন দিনের মোমবাতি তৈরির হাতে কলমে প্রেকটিকেল   প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপনী হয়েছে রবিবার ।

মোমবাতি তৈরির ব্যবসার সবচেয়ে বড় লাভ হল, ঘরে বসেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। একই সঙ্গে বড় পরিসরে এ কাজ করার জন্য একটি কারখানাও গড়ে তোলা যেতে পারে।এই ব্যবসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি শুরু করতে কম খরচ লাগলেও আয় হবে ভালোই। পুজা পার্বন, বার্থ ডে, দীপাবলি, ক্যান্ডেল নাইট ডিনার করতে মোমবাতির প্রয়োজন হয়। ফলে বাজারে এটির ভালো চাহিদা রয়েছে। পাশাপাশি আয়ের সুযোগও রয়েছে প্রচুর।

মোমবাতি তৈরি করতে যথেষ্ট জনশীলতা থাকা প্রয়োজন। কারণ এটি একটি সৃজনশীল কাজ। মোমবাতির ডিজাইনের সঙ্গে রঙের কম্বিনেশন সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন রিসোর্স পার্সন তথা প্রশিক্ষক এম আর বড়ভুইয়া। সমাপ্তি অনুষ্ঠানে ট্রেইনিদের মধ্যে থেকে  অনেকে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।বিশেষ করে আত্মসহায়ক দলের এন্টারপ্রাইজ প্রোমেশন এর আওতায় মোমবাতি তৈরির উদ্যোগ শুরু করতে এই বিশেষ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে ।

KRC TIMES | Promotional

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *