যাত্রীদের ব্যাপক পৃষ্ঠপোষকতা লাভ উত্তর পূর্বাঞ্চলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের

< 1 - মিনিট |

নতুন যুগের এই ট্রেনটি দুটি রাজ্যের এবং প্রতিবেশী বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করেছে

কে আর সি টাইমস ডেস্ক

মালিগাঁও : অসমে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনার ফলে উত্তর পূ্র্বাঞ্চলের মানুষ, বিশেষভাবে অসমের জনগণ দ্রুত গতির সাথে আরামদায়ক রেল ভ্রমণের অভিজ্ঞতা অনুভব করছেন। দেশীয়ভাবে নির্মাণ করা বন্দে ভারত এক্সপ্রেস দেশের রেল ভ্রমণকে পরিবর্তন করে ফেলেছে। ২৯ মে, ২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করেন। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের সময় থেকেই যাত্রা শুরুর স্টেশনের পাশাপাশি যাত্রা পথের সমস্ত স্টেশন থেকে ব্যতিক্রমী যাত্রী পরিপূর্ণতার হার পঞ্জীয়ন করেছে।

ট্রেন নং. ২২২২৭/২২২২৮ (নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেসটি উত্তর পূর্বাঞ্চলের প্রবেশ দ্বার গুয়াহাটির সাথে নিউ জলপাইগুড়িকে সংযুক্ত করেছে। এই বন্দে ভারত এক্সপ্রেস উভয় দিক থেকেই যাত্রীদের গড় ভ্রমণের সময় প্রায় দেড় ঘণ্টা হ্রাস করেছে। ট্রেনটি ট্রেডার্স ও ব্যবসায়ীদের পাশাপাশি নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড় ও নিউ বঙাইগাঁওয়ের চারপাশের বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া লাভ করেছে। চালু হওয়ার সময় থেকে এর পরিষেবা ভালো পৃষ্ঠপোষকতা পঞ্জীয়ন করেছে।

সূচনার সময় থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত ট্রেন নং. ২২২২৭ (নিউ জলপাইগুড়ি- গুয়াহাটি) বন্দে ভারত এক্সপ্রেসটি ৯৬.৯৩ শতাংশ যাত্রীর পরিপূর্ণতা পঞ্জীয়ন করেছে এবং ট্রেন নং. ২২২২৮ (গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেসটি গড়ে ৯৩ শতাংশ যাত্রী পরিপূর্ণতা পঞ্জীয়ন করেছে। নতুন যুগের এই ট্রেনটি দুটি রাজ্যের এবং প্রতিবেশী বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করেছে। যে সমস্ত যাত্রী এই রুটে ঘন ঘন যাত্রা করেন তাঁদের জন্য এই ট্রেনটি একটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছে কারণ ট্রেনটি যাত্রীদের জন্য একটি সুবিধাজনক ও সময়-সাশ্রয়ী বিকল্প।

KRC TIMES | Promotional

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *