আরসেটিতে প্রশিক্ষণ নিয়ে জীবন সংগ্রামে সফলতার সপ্ন দেখছেন প্রশিক্ষারথীরা
শিলচর : বরাক উপত্যকার কাছাড় ও হাইলাকান্দির বেকার যুবক যুবতীদের সাবলম্বি করতে জোর প্রচেষ্টা অব্যাহত রাখছে পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড় শিলচর। কেন্দ্র ও রাজ্য সরকারের গ্ৰাম উন্নয়ন মন্ত্রণালয় এর স্কিল এন্ট্রাপ্রেনরশিপ ও স্বনিয়োজন সৃষ্টির লক্ষ্যে আরসেটি প্রশিক্ষণ প্রকল্পের আওতায় কাছাড় ও হাইলাকান্দির ৩৫ জন কৃষি উদ্যমির ১৩ দিনের আবাসিক কৃষি সম্প্রসারণ এর এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰামের সফল সমাপনী হয়েছে শনিবার শিলচরের ন্যাশনেল হাইওয়ের পুরাতন সানলিট হসপিটাল বিল্ডিং স্থিত পিএনবি আরসেটি কাছাড়ে।
সমাপ্তি অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্ৰিকালচার ( ডিএল) ড, এ আর আহমেদ সহ উপস্থিত ছিলেন কাছাড় ফিসারি বিভাগের এসডিও বিরাজ শর্মা, , পিএনবি আরসেটি কাছাড় শিলচরের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য, সিনিয়র ফেকাল্টি তথা কোর্স করডিনেটর শাহেদ চৌধুরী সহ আরসেটি কাছাড়ের কর্মকর্তারা।
এই প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জিলা কৃষি বিভাগের আধিকারিক ড আব্দুর রাজ্জাক আহমেদ, সিনিয়র এসডিএ কাছাড় ড নিখিল চন্দ্র দাস, রনজিৎ সরকার, পশু পালন ও পশু চিকিৎসা বিভাগ কাছাড় এর জয়েন্ট ডিরেক্টর ড, মনুরঞ্জন সরকার, শিলচর ভেটেরিনারি কলেজ ঘুঙুর এর লেকচারার ড আর ডেকা, কাছাড় জিলা ফিসারি বিভাগ এর এসডিও বিরাজ শর্মা, কাছাড়ের ফিসারী ডেভলাপমেন্ট আধিকারিক কৃপালু দত্ত, হাইলাকান্দি পশু চিকিৎসা ও পশু পালন বিভাগ এর ড, আফজালুর রহমান, কৃষি বিঙ্খান কেন্দ্র (কেভিকে) কাছাড়ের সিনিয়র সাইন্টিস্ট ড, আব্দুর রহমান,আরসেটির কৃষি সম্প্রসারণ এর ডমেন স্কিল ট্রেইনার এম আর বড়ভুইয়া সহ পিএনবি আরসেটি কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য, প্রাক্তন এলডিএম তথা এফআইসি কাছাড় এস এস দেবরায় , পিএনবি আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি শাহেদ চৌধুরী প্রমূখ প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়া কাছাড় কৃষি বিজ্ঞান কেন্দ্র অরুনাচল এর সিনিয়র সাইন্টিস্ট ড আব্দুর রহমান সহ অন্যান্য সাইন্টিস্টরা ও কৃষি সম্প্রসারণ এর উপর হাতে কলমে প্রশিক্ষণ সহ ক্ষেত্র পরিদর্শন করিয়েছেন ৩৫ জন ট্রেইনির। সমাপ্তি অনুষ্ঠানে মূখ্য অতিথি তথা কৃষি বিভাগের এসিস্ট্যান্ট ডাইরেক্টর ( ডিএল) ড, এ আর আহমেদ বলেন, তরুন্যের শক্তিই দেশ তথা বরাক এর সম্রৃদ্ধী সহ যুবা কৃষি উদ্যমিদের ইনোভেশন ও স্ট্রাট আপ এর মাধ্যমে স্বনিয়োজন সৃষ্টির সহ জৈবিক কৃষি পদ্ধতি এর উপর জোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কাছাড় জেলা ফিসারী বিভাগের এসডিও বিরাজ শর্মা। সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএনবি আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি তথা কোর্স করডিনেটর শাহেদ চৌধুরী। আরসেটি থেকে প্রশিক্ষণ নেওয়া সবাইকে আগামী দুবছর প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছেন আরসেটি কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য।
আরসেটি থেকে প্রাপ্ত ইডিপি সার্টিফিকেট দিয়ে ভর্তুকি যুক্ত পিএমইজিপি ঋনের আবেদন করতে সবাই কে আহ্বান জানিয়েছেন আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি তথা কোর্স করডিনেটর শাহেদ চৌধুরী। ২৬৭ নং ব্যাচ এর বিদায়ী অনুষ্ঠানে ট্রেইনিদের মধ্য থেকে বিধান মালাকার, আব্দুল কাদির মিয়া, জয়নাল উদ্দিন লং, শরবিন্দু দাস, নিবাস দাস প্রমূখ পিএনবি আরসেটি কাছাড় , পাঞ্জাব ন্যাশনেল বেংক , এনআরএলএম সহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন এবং ভুয়সী প্রশংসা করেন।
নানা কারণে সরকারি, এমনকি বেসরকারি ক্ষেত্রেও সংকোচিত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। বরাক উপত্যকায় তো পরিস্থিতি আরও জটিল। কোন মাঝারি শিল্প উদ্যোগ গড়ে উঠেছে না । এমন হতাশা নিরাশার প্রেক্ষাপটে আশার আলো দেখাচ্ছে পিএনবি আরসেটি কাছাড়। এখানে হাতে গুনা কয়েক দিনের প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে পারেন শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতীরা।মাত্র তের দিনের কৃষি সম্প্রসারনের ইডিপি প্রশিক্ষণ নিয়ে এখন সাবলম্বি হওয়ার স্বপ্ন দেখছেন ৩৫ জন প্রশিক্ষারথী।
শুধু সাবলম্বি নয় জীবনে সাফল্যের শিখরে যেতে চান তারা।এই কদিনের প্রশিক্ষণে সেই আত্মবিশ্বাস তৈরি হয়েছে তাদের। পাশাপাশি জীবন সংগ্রামে আরসেটি থেকে শিক্ষা অর্জন করে তারা আবেগে আপ্লুত। তের দিনের কৃষি উদ্যমি মনোভাব প্রসার প্রশিক্ষণ শেষে শনিবার ইডিপির ও এনসকিউএফ লেভেল ত্রির শংসা পত্র প্রদানের অনাড়ম্বর অনুষ্ঠানে সেই অভিগ্গতা, উপলব্ধির কথা তুলে ধরেন ট্রেইনিরা। তাদের অভিগ্গতা, উপলব্ধির কথা শুনে আপ্লুত কৃষি বিভাগের এসিস্ট্যান্ট ডাইরেক্টর ড, এ আর আহমেদ ।
অনুষ্ঠানে তিনি ছিলেন মুখ্য অতিথী। ট্রেইনিদের আগ্ৰহ ও উৎসাহের প্রশংসা করে তিনি আরো বলেন, জীবনে সফল হতে গেলে অঙ্গীকারবদ্ধ হওয়া আবশ্যক। পাশাপাশি দরকার সময়ানুবর্তিতা সহ নতুনত্বের চর্চা। আগামী দুই বছর আরসেটি এর পক্ষ থেকে ট্রেইনিদের বিভিন্ন প্রজেক্টে শুরু করতে সহায়তা করবে বলে জানিয়েছেন পিএনবি আরসেটি কাছাড় এর ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য । আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি তথা কোর্স করডিনেটর শাহেদ চৌধুরী এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালা গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর শনিবার সমাপ্ত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সম্পুর্ন বিনামূল্যের কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে আরসেটি কাছাড়ে তাই ইচ্ছুকরা আবেদন করতে পারবেন।