বরাক উপত্যকার জন্য অর্থ নৈতিক উন্নয়ন পর্ষদ গঠনের দাবি

< 1 - মিনিট |

বরাক পৃথক না হওয়া এধরনের পর্ষদ গঠন জরুরী বলে ড শ্যামা প্রসাদ পরিষদের অভিমত

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : বরাক পৃথকীকরণ নিয়ে বরাক উপত্যকায় বর্তমানে ডামাডোল চলছে। কেহ কেহ এই উপত্যকা কে আসাম থেকে বিচ্ছিন্ন করে একটি পৃথক রাজ্য গঠনের দাবি জানিয়েছেন। অপরদিকে কংগ্রেস ও বিজেপি সহ কিছু দল সংগঠন পৃথকীকরণের বিরুদ্ধে মত প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে মূখ্য মন্ত্রীর কাছে ইমেইল পাঠিয়ে বরাক পৃথক না হওয়া পর্যন্ত এখানে একটি অর্থনৈতিক উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানিয়েছেন।

হারাণ বাবু বলেন যে সরকারের দ্বারা বরাক উপত্যকাকে বঞ্চনা করার যে অভিযোগ ওঠেছে – এই পর্ষদ গঠন করা হলে তা অনেকাংশে লাঘব হবে। তিনি বলেন যে বরাক উপত্যকা আসাম থেকে পৃথক না হওয়া পর্যন্ত এধরনের পর্ষদ উপত্যকাটির সামগ্রিক উন্নয়নে যথেষ্ট সহায়কই হবে। তিনি বলেন যে পরিস্থিতি এখন এমন যে বরাক পৃথকীকরণের বিষয় ফলপ্রসূ হতে সময় লাগবে। তিনি বলেন পরিষদের পক্ষ থেকে পর্ষদ গঠনের বিষয়ে দুবছর আগেও মূখ্য মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কাছে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছিল।

এখানে উল্লেখ করা যেতে পারে যে হারাণ বাবু ২০১৮ ইংরাজির ২৩ মার্চ তারিখে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারক লিপি পাঠিয়ে বরাক উপত্যকার বাঙালিদের। বিশেষ রক্ষা কবচ দেবার দাবী জানিয়েছিলেন। এতে বলা হয়েছিল যে বরাকের বাঙালিদের স্বকীয় বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও কেবল আসামের মানচিত্রের মধ্যে থাকার দরুন এদের ডি ভোটারদের মত সমস্যায় ভুগতে হচ্ছে।

KRC TIMES | Promotional

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *