সভায় পরিষদের সদস্য অরিজিৎ চক্রবর্তীর( মিঠুন ) প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয় এবং পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়
শিলচর : আগামী ৫ , ৬ ও ৭ অক্টোবর তিন দিন ব্যাপি বার্ষিক শাস্ত্রীয় কর্মশালা বিস্তারিত আলোচনা হল আর্য পরিষদের সভায় ।রবিবার আর্য পরিষদ শিলচরের সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্য মহাশয়ের সভাপতিত্বে পরিষদের এক সভা অনুষ্ঠিত হয় ।এতে এই ব্যাপারে বিষদ আলোচনা করা হয় এবং সকল সদস্যদের সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয় ।
সভায় পরিষদের সদস্য অরিজিৎ চক্রবর্তীর( মিঠুন ) প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয় এবং পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় । উপস্থিত সবাই শাস্ত্রীয় কর্মকাণ্ডে উনার জ্ঞান এবং সহজ সরল ব্যবহার এর ব্যাপারে আলোচনা করেন।সভায় এক মিনিট নীরবতা পালন এর মাধ্যমে প্রয়াতের আত্মার সদগতি কামনা করা হয় ।
KRC TIMES | Promotional