শেফালী শরণ প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র প্রিন্সিপাল ডায়রেক্টর জেনারেল পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। মণীশ দেশাই অবসর গ্রহণ করায় শ্রীমতী শরণ তাঁর স্থলাভিষিক্ত হলেন
শেফালী শরণ প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র প্রিন্সিপাল ডায়রেক্টর জেনারেল পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। মণীশ দেশাই অবসর গ্রহণ করায় শ্রীমতী শরণ তাঁর স্থলাভিষিক্ত হলেন। ১৯৯০ ব্যাচের আইআইএস আধিকারিক শরণ তাঁর তিন দশকেরও বেশি দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার সামলেছেন। অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মিডিয়া পাবলিসিটিরও দায়িত্বে ছিলেন। এছাড়াও, নির্বাচন কমিশনের মুখপাত্র পদেও কাজ করেছেন তিনি।
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সেন্ট্রাল স্টাফিং প্রকল্পেও কাজ করেছেন। লোকসভা সেক্রেটারিয়েট – এ ২০০৭–০৮ সাল পর্যন্ত এলএসটিভির প্রশাসন ও অর্থ দপ্তরের নির্দেশক পদে আসীন ছিলেন।দায়িত্বভার গ্রহণ করার পর শ্রীমতী শরণকে প্রেস ইনফরমেশন ব্যুরো’র পদস্থ আধিকারিকরা স্বাগত জানান।