পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের ক্ষেত্রে দেশের বৃহত্তম অব্যাঙ্কিং ঋণদানকারী সংস্থা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড – আইআরইডিএ বার্ষিক ভিত্তিতে ঋণ মঞ্জুর এবং প্রদানের নিরিখে ২০২৩-২৪ অর্থবর্ষে নতুন রেকর্ড গড়ল
পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের ক্ষেত্রে দেশের বৃহত্তম অব্যাঙ্কিং ঋণদানকারী সংস্থা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড – আইআরইডিএ বার্ষিক ভিত্তিতে ঋণ মঞ্জুর এবং প্রদানের নিরিখে ২০২৩-২৪ অর্থবর্ষে নতুন রেকর্ড গড়ল। এই সময়ে সংস্থাটি ৩৭,৩৫৪ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। ২৫,০৮৯ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে। সংস্থাটির ঋণ খাতায় এবাবদ পরিমাণ দাঁড়িয়েছে ৫৯,৬৫০ কোটি টাকা – যা আগের বছরের তুলনায় ২৬.৭১% বেশি। আইআরইডিএ-র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ কুমার দাস বলেছেন, এই বৃদ্ধি দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের প্রসারে সংস্থার দায়বদ্ধতাকেই তুলে ধরে। অংশীদার এবং লগ্নিকারীদের সহায়তার সুবাদেই এটা সম্ভব হয়েছে।পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে সরকারের উদ্যোগকে জোরদার করতে পেরে আইআরইডিএ খুশি।