জুনিয়র ডাক্তার কান্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন

< 1 - মিনিট |

সমাধানসূত্র খুঁজতে শুক্রবার সন্ধ্যায় পাঁচ সিনিয়র ডাক্তারকে নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী৷ কথা বলেন তাঁদের সঙ্গে৷ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা প্রদীপ মিত্র এনআরএসে গিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রস্তাব দেন

কে আর সি টাইমস ডেস্ক

নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নয়৷ বদলে মুখ্যমন্ত্রীকেই আসতে হবে হাসপাতালে৷ সেখানেই হবে আলোচনা৷ জানিয়ে দিল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ আর, এই দাবির পর শনিবার বেলা ১২ টায় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট মহল থেকে জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী পার্ক সার্কাসের নার্সিং হোমে আহত জুনিয়র ডাক্তারকে দেখতে যাবেন| যদিও বেলা পৌনে তিনটে পর্যন্ত মুখ্যমন্ত্রী নার্সিং হোমে যাননি|

বৃহস্পতিবার এসএসকেএম-এ গিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি উঠিয়ে নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ বেলা দু’টোর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে ‘এসমা’ জারিরও হুমকি দেন তিনি৷ কিন্তু, তাতেও চিঁড়ে ভেজেনি৷ আন্দোলনে অনড় থাকেন জুনিয়র চিকিৎসকরা৷ মুখ্যমন্ত্রীর কথার বিরোধীতা করে সোচ্চার হয় চিকিৎসক মহল৷ রাজ্যের সরকারি হাসপাতালে কর্মরত সিনিয়র চিকিৎসকরাও গণ ইস্তফা দেন৷

এর পর থেকে পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে| দেশজুড়ে চিকিৎসা পরিষেবায় এনআরএসের আঁচ পড়ে৷ রাজ্যের বুদ্ধিজীবীরা চিকিৎসকদের দাবিকে সমর্থন করেন৷ তবে রোগীদের কথা ভেবে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানান৷ সমাধানসূত্র খুঁজতে শুক্রবার সন্ধ্যায় পাঁচ সিনিয়র ডাক্তারকে নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী৷ কথা বলেন তাঁদের সঙ্গে৷ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা প্রদীপ মিত্র এনআরএসে গিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রস্তাব দেন৷ মুখ্যমন্ত্রী নার্সিং হোমে যাচ্ছেন কি না, গেলে কখন যাবে,  দলীয় তরফে তা এখনও জানা যায়নি| লালবাজার কন্ট্রোল রূম বেলা পৌনে তিনটেয় হিন্দুস্থান সমাচার-কে জানায়, “আমরা এখন পর্যন্ত নিশ্চিত কিছু জানিনা| উনি বাড়িতেই আছেন|”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news